বিএনপির অনেকে আ’লীগে যোগ দিতে চাইছেন : কাদের

নেতৃত্ব সংকটের কারণে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে গোপনে যোগাযোগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দলে কোন সংকট নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ নিয়ে আমরা কিছু বলতে চাই না। তবে দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলায় মনে হচ্ছে ‘ডাল মে কুছ কালা হ্যায়’।’

সম্প্রতি দু’জন নেতার পদত্যাগ বিএনপির নেতৃত্ব সংকটকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতারা পদপদবি রক্ষায় স্বীকার না করলেও ইতোমধ্যে বিএনপির কর্মী, সমর্থকরা এবং বুদ্ধিজীবীরাও এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ব্যাপারেও তলে তলে যোগাযোগ করছে।’

দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্র ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।’

বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারীর এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে।’ মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনাকে ‘জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী’ রাজনৈতিক ভাবনা অভিহিত করে তিনি বলেন, ‘ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা।’ শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের যে গৌরবের ইতিহাস বর্তমানে তা কিছুটা ফিঁকে হয়ে গেছে তা অস্বীকার করা উপায় নেই। অতীতে পড়াশোনার জন্য যে খ্যাতি অর্জন করেছিল, তা এখন কমে গেছে। গবেষণায়ও পিছিয়ে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও পিছিয়ে গেছে।’

গত দুই দিনের ‘লকডাউনে’ যারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের এ সময় আন্তরিক ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

বিএনপির অনেকে আ’লীগে যোগ দিতে চাইছেন : কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

নেতৃত্ব সংকটের কারণে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে গোপনে যোগাযোগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দলে কোন সংকট নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ নিয়ে আমরা কিছু বলতে চাই না। তবে দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলায় মনে হচ্ছে ‘ডাল মে কুছ কালা হ্যায়’।’

সম্প্রতি দু’জন নেতার পদত্যাগ বিএনপির নেতৃত্ব সংকটকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতারা পদপদবি রক্ষায় স্বীকার না করলেও ইতোমধ্যে বিএনপির কর্মী, সমর্থকরা এবং বুদ্ধিজীবীরাও এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ব্যাপারেও তলে তলে যোগাযোগ করছে।’

দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্র ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।’

বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারীর এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে।’ মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনাকে ‘জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী’ রাজনৈতিক ভাবনা অভিহিত করে তিনি বলেন, ‘ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা।’ শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের যে গৌরবের ইতিহাস বর্তমানে তা কিছুটা ফিঁকে হয়ে গেছে তা অস্বীকার করা উপায় নেই। অতীতে পড়াশোনার জন্য যে খ্যাতি অর্জন করেছিল, তা এখন কমে গেছে। গবেষণায়ও পিছিয়ে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও পিছিয়ে গেছে।’

গত দুই দিনের ‘লকডাউনে’ যারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের এ সময় আন্তরিক ধন্যবাদ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।