অক্সিজেন সংকট নেই, রোগী বাড়লে চ্যালেঞ্জ হতে পারে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, উৎপাদন হয় তার চেয়ে বেশি। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

ডা. নাজমুল বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোন সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোন সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই আমরা তাদের কাছে আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোন সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন অভাবে কোভিড-১৯ বা কোভিড-১৯ উপসর্গ নিয়ে বিভিন্ন রোগীর মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এসব ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চয় আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোন সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়।

অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে গরমিল রয়েছে এমন অভিযোগের বিষয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের সিলিন্ডারগুলো যখন যেখানে ব্যবহার হয়, সেটি আবার রিফিল করার জন্য চলে যায়। তার মধ্যে আবার কিছু সিলিন্ডার রিজার্ভ হিসেবে জমা থাকে। যখন যেখানে প্রয়োজন, সেখান থেকে দ্রুত সরবরাহ করা হয়। কাজেই অক্সিজেন সিলিন্ডারের যে সংখ্যাটি আছে, সেটি মাঝে মধ্যে বেড়ে যায় এবং কমে যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। গত কয়েকদিনে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে। কারণ দেশে অক্সিজেনের চাহিদাও বেড়েছে।

সোমবার, ০৫ জুলাই ২০২১ , ২১ আষাঢ় ১৪২৮ ২৩ জিলক্বদ ১৪৪২

অক্সিজেন সংকট নেই, রোগী বাড়লে চ্যালেঞ্জ হতে পারে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, উৎপাদন হয় তার চেয়ে বেশি। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে অক্সিজেন নিয়ে চ্যালেঞ্জ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

ডা. নাজমুল বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোন সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোন সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই আমরা তাদের কাছে আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোন সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন অভাবে কোভিড-১৯ বা কোভিড-১৯ উপসর্গ নিয়ে বিভিন্ন রোগীর মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এসব ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চয় আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোন সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়।

অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে গরমিল রয়েছে এমন অভিযোগের বিষয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের সিলিন্ডারগুলো যখন যেখানে ব্যবহার হয়, সেটি আবার রিফিল করার জন্য চলে যায়। তার মধ্যে আবার কিছু সিলিন্ডার রিজার্ভ হিসেবে জমা থাকে। যখন যেখানে প্রয়োজন, সেখান থেকে দ্রুত সরবরাহ করা হয়। কাজেই অক্সিজেন সিলিন্ডারের যে সংখ্যাটি আছে, সেটি মাঝে মধ্যে বেড়ে যায় এবং কমে যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। গত কয়েকদিনে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে। কারণ দেশে অক্সিজেনের চাহিদাও বেড়েছে।