রংপুর বিভাগের ৮ জেলায় মৃত্যু ১৫ শনাক্ত ৬৭৬

রংপুর বিভাগে করোনা সংক্রমন এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ৫ নারীসহ ১৫ জন মারা গেছে। ১ হাজার ৯শ ৭৫ জনের করোনার নমুনা পরীক্ষার পর ৬৭৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ৫ দিনে ৭ নারীসহ ৬৩ জন মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁয়ে ৩জন রংপুরে ৩ জন, পঞ্চগড়, নীলফামারীতে ১ জন করে। লালমনিরহাটে ২ জন করে এবং কুড়িগ্রামে ১ জন মারা গেছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ৫ নারীসহ ১৫ জনের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫শ ৮২ জনে। আক্রান্তের হার শতকরা ৩৪ দশমিক ২৩ শতাংশ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক বাড়ছে। এ নিয়ে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩শ ৬৯ জন এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৮ হাজার ৯শ ২৪ জন। সুস্থ হয়েছে ২১ হাজার ৩১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানিয়েছেন সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরমধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩শ ৫৪ জন, রংপুরে ৬ হাজার ৫শ’ ৩৭ জন এবং ঠাকুরগাঁয়ে ৩ হাজার ৮শ ৬৫ জন। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে ১ হাজার ৬শ’ ৪৫ জন। স্বাস্থ্যবিধি না মানা সামাজিক দূরত্ব বজায় না রাখা মাস্ক পরিধান না করায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করেন রংপুর করোনা হাসপাতালে বেড খালি না থাকায় রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হচ্ছে মঙ্গলবার থেকে সেখানে রোগী ভর্তি শুরু হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

রংপুর বিভাগের ৮ জেলায় মৃত্যু ১৫ শনাক্ত ৬৭৬

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমন এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ৫ নারীসহ ১৫ জন মারা গেছে। ১ হাজার ৯শ ৭৫ জনের করোনার নমুনা পরীক্ষার পর ৬৭৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ৫ দিনে ৭ নারীসহ ৬৩ জন মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁয়ে ৩জন রংপুরে ৩ জন, পঞ্চগড়, নীলফামারীতে ১ জন করে। লালমনিরহাটে ২ জন করে এবং কুড়িগ্রামে ১ জন মারা গেছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ৫ নারীসহ ১৫ জনের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫শ ৮২ জনে। আক্রান্তের হার শতকরা ৩৪ দশমিক ২৩ শতাংশ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক বাড়ছে। এ নিয়ে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩শ ৬৯ জন এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৮ হাজার ৯শ ২৪ জন। সুস্থ হয়েছে ২১ হাজার ৩১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানিয়েছেন সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এরমধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩শ ৫৪ জন, রংপুরে ৬ হাজার ৫শ’ ৩৭ জন এবং ঠাকুরগাঁয়ে ৩ হাজার ৮শ ৬৫ জন। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে ১ হাজার ৬শ’ ৪৫ জন। স্বাস্থ্যবিধি না মানা সামাজিক দূরত্ব বজায় না রাখা মাস্ক পরিধান না করায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করেন রংপুর করোনা হাসপাতালে বেড খালি না থাকায় রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হচ্ছে মঙ্গলবার থেকে সেখানে রোগী ভর্তি শুরু হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।