শেরপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

বগুড়ার শেরপুরে পূর্বশক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তিন লক্ষাধিক টাকার মাগুর মাছের পোনা মরে গেছে। এ ঘটনায় গত রোববার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের ক্ষিকিন্দা গ্রামে সোহাগ আলমের ছত্রিশ শতক আয়তনের একটি পুকুরে ওই তিন লাখ টাকার মাগুর মাছের পোনা ছাড়েন। পোনার বয়স একমাস। গত শনিবার দিনের বেলায় হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠে।

ভোররাত থেকে সকাল পর্যন্ত কোন এক সময় তার পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

মাছ চাষি সোহাগ আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী বাদশা সেখের ছেলে রনি সরকারের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছি। চার থেকে পাঁচদিন আগে রনিসহ অন্যান্য আসামিদের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়া হয়। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধন করার হুমকি-ধামকিও দেন তারা। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় পুকুরটিতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রনি সরকার। তিনি তাছাড়া সোহাগ আলমের মেয়েকে আমি অপহরণ করিনি। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিকভাবে মেনে না নেয়ায় আমরা পালিয়ে বিয়ে করেছি। তাই সম্পূর্ণ হয়রানি করার জন্যই আমাদের ওপর একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে দাবি করেন তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসঙ্গে বিষ দেয়া ওই পুকুরটির পানি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

শেরপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

image

শেরপুর (বগুড়া) : প্রতিপক্ষের দেয়া বিষে মরে যাওয়া মাগুর মাছের পোনা -সংবাদ

বগুড়ার শেরপুরে পূর্বশক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তিন লক্ষাধিক টাকার মাগুর মাছের পোনা মরে গেছে। এ ঘটনায় গত রোববার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের ক্ষিকিন্দা গ্রামে সোহাগ আলমের ছত্রিশ শতক আয়তনের একটি পুকুরে ওই তিন লাখ টাকার মাগুর মাছের পোনা ছাড়েন। পোনার বয়স একমাস। গত শনিবার দিনের বেলায় হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠে।

ভোররাত থেকে সকাল পর্যন্ত কোন এক সময় তার পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

মাছ চাষি সোহাগ আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী বাদশা সেখের ছেলে রনি সরকারের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছি। চার থেকে পাঁচদিন আগে রনিসহ অন্যান্য আসামিদের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দেয়া হয়। অন্যথায় পুকুরের মাছ ও ফসলের ক্ষতিসাধন করার হুমকি-ধামকিও দেন তারা। কিন্তু তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় পুকুরটিতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রনি সরকার। তিনি তাছাড়া সোহাগ আলমের মেয়েকে আমি অপহরণ করিনি। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিকভাবে মেনে না নেয়ায় আমরা পালিয়ে বিয়ে করেছি। তাই সম্পূর্ণ হয়রানি করার জন্যই আমাদের ওপর একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে দাবি করেন তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসঙ্গে বিষ দেয়া ওই পুকুরটির পানি পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।