সামীরের সুর ও সঙ্গীতে নাফির ‘স্কুলের বারান্দায়’

আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিশোর বয়সের স্কুলজীবন। সেসব ভাবনাকে কেন্দ্র করে ‘স্কুলের বারান্দায়’ শিরোনামে নির্মিত একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে দেশের স্বনামধন্য অডিও লেভেল কোম্পানি ম্যাক্স ব্যাগ ইন্টারটেইনমেন্ট এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গানের কথা লিখেছেন এলেক্স আব্দুস সালাম। এসকে সামীরের সুর ও সংগীত এতে কণ্ঠ দিয়েছেন নাফি। এটা নাফির প্রকাশিত প্রথম গান। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রমান এবং গানটিতে মডেল হিসেবে ছিলেন কিশোরী মডেল রাইসা তার সহশিল্পী ছিলেন দিবা। গানটির বিষয়ে এসকে সমীর বলেন, ‘আমাদের দেশে অডিও ইন্ডাস্ট্রিতে প্রচুর গান হচ্ছে কিন্তু সেগুলো শুধুমাত্র বড়দের জন্য। আমরা দেশে যারা সংগীত নিয়ে কাজ করছি তারা যদি এই তরুন তরুণীদের উদ্দেশ্যে কিছু না করতে পারি তাহলে এই প্রজন্ম একসময় বাংলা গান থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই কিশোর বয়সের নাফিকে নিয়ে যখন কাজ করার সুযোগ পেলাম সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলাম।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

সামীরের সুর ও সঙ্গীতে নাফির ‘স্কুলের বারান্দায়’

বিনোদন প্রতিবেদক |

image

আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিশোর বয়সের স্কুলজীবন। সেসব ভাবনাকে কেন্দ্র করে ‘স্কুলের বারান্দায়’ শিরোনামে নির্মিত একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে দেশের স্বনামধন্য অডিও লেভেল কোম্পানি ম্যাক্স ব্যাগ ইন্টারটেইনমেন্ট এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। গানের কথা লিখেছেন এলেক্স আব্দুস সালাম। এসকে সামীরের সুর ও সংগীত এতে কণ্ঠ দিয়েছেন নাফি। এটা নাফির প্রকাশিত প্রথম গান। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রমান এবং গানটিতে মডেল হিসেবে ছিলেন কিশোরী মডেল রাইসা তার সহশিল্পী ছিলেন দিবা। গানটির বিষয়ে এসকে সমীর বলেন, ‘আমাদের দেশে অডিও ইন্ডাস্ট্রিতে প্রচুর গান হচ্ছে কিন্তু সেগুলো শুধুমাত্র বড়দের জন্য। আমরা দেশে যারা সংগীত নিয়ে কাজ করছি তারা যদি এই তরুন তরুণীদের উদ্দেশ্যে কিছু না করতে পারি তাহলে এই প্রজন্ম একসময় বাংলা গান থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই কিশোর বয়সের নাফিকে নিয়ে যখন কাজ করার সুযোগ পেলাম সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলাম।