এখনো দর্শকের কাছে প্রিয় হাসনা হেনা

বাংলাদেশ টেলিভিশনের সিনেমা বিষয়ক গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, গান ও তথ্যবিষয়ক অনুষ্ঠান ‘ছায়াবাণী’ ও ‘চিত্রজগত’ এই তিনটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করতেন হাসনা হেনা। পরবর্তীতে হাসনা হেনার তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘প্রাপ্তি টেলিফিল্ম’র ব্যানারে প্যাকেজের আওতায় বিটিভির জন্য পাক্ষিক ত্রিশ মিনিটের অনুষ্ঠান ‘চিত্রজগত’ নির্মাণ করেন।

২০০৫ সালে এটিএন বাংলায় বিশেষ দিবসে উপস্থাপনা শুরু করেন তিনি। একই বছর সাংবাদিকদের নিয়ে ‘শুনছিলেন শিরোনাম’ অনুষ্ঠান করেন। ২০০৬ সালে হাসনা হেনা পড়াশুনার জন্য সিডনি চলে যান। হাসনা হেনা বেশকিছুদিন আগে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি নিউজ টোয়েন্টি ফোরে ‘আমার কৃষি আমার খামার’ এবং ‘করোনাকালের আড্ডা’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ৪ জুলাই জন্ম নেয়া হাসনা হেনা বলেন, ‘শুরুতেই দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখনো দর্শক আমাকে মনে রেখেছেন। চলতে ফিরতে এখনো দর্শকের যে ভালোবাসা পাইÑ এটাই আসলে জীবনের বড় পাওয়া।’

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

এখনো দর্শকের কাছে প্রিয় হাসনা হেনা

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ টেলিভিশনের সিনেমা বিষয়ক গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, গান ও তথ্যবিষয়ক অনুষ্ঠান ‘ছায়াবাণী’ ও ‘চিত্রজগত’ এই তিনটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করতেন হাসনা হেনা। পরবর্তীতে হাসনা হেনার তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘প্রাপ্তি টেলিফিল্ম’র ব্যানারে প্যাকেজের আওতায় বিটিভির জন্য পাক্ষিক ত্রিশ মিনিটের অনুষ্ঠান ‘চিত্রজগত’ নির্মাণ করেন।

২০০৫ সালে এটিএন বাংলায় বিশেষ দিবসে উপস্থাপনা শুরু করেন তিনি। একই বছর সাংবাদিকদের নিয়ে ‘শুনছিলেন শিরোনাম’ অনুষ্ঠান করেন। ২০০৬ সালে হাসনা হেনা পড়াশুনার জন্য সিডনি চলে যান। হাসনা হেনা বেশকিছুদিন আগে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি নিউজ টোয়েন্টি ফোরে ‘আমার কৃষি আমার খামার’ এবং ‘করোনাকালের আড্ডা’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ৪ জুলাই জন্ম নেয়া হাসনা হেনা বলেন, ‘শুরুতেই দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখনো দর্শক আমাকে মনে রেখেছেন। চলতে ফিরতে এখনো দর্শকের যে ভালোবাসা পাইÑ এটাই আসলে জীবনের বড় পাওয়া।’