খায়রুলের আস্থা বাড়ছে

নবাগত অভিনেতা খায়রুল বাসার ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘টিএসসি লোকনাট্য দল’ ও ‘ঢাকা বিশ^বিদ্যালয় মাইম অ্যাকশন’-এ সম্পৃক্ত থেকে অভিনয়ে নিজেকে গড়ে তুলেছেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স মাস্টার্স করে বড় অভিনেতা হবার স্বপ্ন নিয়ে মিডিয়াতে সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনীত প্রথম নাটক সৈয়দ আাহমেদ শাওকীর ‘কথা হবে তো’। আশফাক নিপুণের আট পর্বের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ আলোচনায় আসার পর তার আস্থা বাড়ছে। কারণ এখানে তিনি অভিনয় করেছেন।

একজন নবাগত অভিনেতা হিসেবে যেন খায়রুল বাসারে এটা অনেক বড় প্রাপ্তি। এরই মধ্যে আগামী ঈদের জন্য কিছু কাজ করেছেন তিনি। খায়রুল বাসার জানান এরই মধ্যে তিনি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বড় ভাবী’ ও ‘অন্ধ জলছবি’র কাজ শেষ করেছেন। শেষ করেছেন গৌরব দত্তের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ সুন্দর’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘চুমকি চলেছে’ নাটকের কাজ।

খায়রুল বাসার জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি দীপু হাজরা, সজীব মাহমুদ, রউফ ও বাপ্পীর পরিচালনায় আরো চারটি ঈদ নাটকের কাজ করবেন। খায়রুল বাসার বলেন, ‘সবাইকে নিয়ে যখন একটি ভালো প্রোজেক্ট হয় তখন যে সত্যিই একটা বিস্ফোরণ ঘটে, মহানগর যেন তারই প্রমাণ।

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ , ২২ আষাঢ় ১৪২৮ ২৪ জিলক্বদ ১৪৪২

খায়রুলের আস্থা বাড়ছে

সংবাদ ডেস্ক |

image

নবাগত অভিনেতা খায়রুল বাসার ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘টিএসসি লোকনাট্য দল’ ও ‘ঢাকা বিশ^বিদ্যালয় মাইম অ্যাকশন’-এ সম্পৃক্ত থেকে অভিনয়ে নিজেকে গড়ে তুলেছেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স মাস্টার্স করে বড় অভিনেতা হবার স্বপ্ন নিয়ে মিডিয়াতে সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনীত প্রথম নাটক সৈয়দ আাহমেদ শাওকীর ‘কথা হবে তো’। আশফাক নিপুণের আট পর্বের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ আলোচনায় আসার পর তার আস্থা বাড়ছে। কারণ এখানে তিনি অভিনয় করেছেন।

একজন নবাগত অভিনেতা হিসেবে যেন খায়রুল বাসারে এটা অনেক বড় প্রাপ্তি। এরই মধ্যে আগামী ঈদের জন্য কিছু কাজ করেছেন তিনি। খায়রুল বাসার জানান এরই মধ্যে তিনি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বড় ভাবী’ ও ‘অন্ধ জলছবি’র কাজ শেষ করেছেন। শেষ করেছেন গৌরব দত্তের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ সুন্দর’ ও মহিদুল মহিমের পরিচালনায় ‘চুমকি চলেছে’ নাটকের কাজ।

খায়রুল বাসার জানান, আগামী কয়েক দিনের মধ্যে তিনি দীপু হাজরা, সজীব মাহমুদ, রউফ ও বাপ্পীর পরিচালনায় আরো চারটি ঈদ নাটকের কাজ করবেন। খায়রুল বাসার বলেন, ‘সবাইকে নিয়ে যখন একটি ভালো প্রোজেক্ট হয় তখন যে সত্যিই একটা বিস্ফোরণ ঘটে, মহানগর যেন তারই প্রমাণ।