সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আগের কার্যদিবস বড় উত্থান হলেও গতকাল কিছুটা পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকেও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৬.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২৪.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৯.০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৩৭.৯৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৪টির বা ৫৯.৮৯ শতাংশের এবং ৮টির বা ২.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির দর বেড়েছে, কমেছে ১৬৬টির আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মঙ্গলবার (০৬ জুলাই) ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন ছিল মূলত ১০টি কোম্পানি। ব্লকে কোম্পানিগুলোর ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ১৭০টি শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লকে টপটেন লেনদেনের শীর্ষে অর্থাৎ সবচেয়ে বেশি ৫২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৮ লাখ টাকার প্রাইম ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে লিনডেবিডির। টপটেন লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৪ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৩ কোটি ৬২ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৫৮ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬১ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে গতকাল লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের ৯.৮৫ শতাংশ, আমান ফিডের ৯.৮৩ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৯.৭৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.৭৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, জাহিনটেক্সের ৯.৩০ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.২৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির বা ৫৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর হারানোর তালিকার শীর্ষে বা বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল মালেক স্পিনিং। গত সোমবার লেনদেন শেষে মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৭.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মালেক স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে ওঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৬.৪১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৩২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, সোনালী পেপারের ৬.১০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৭৫ শতাংশ, আর্গন ডেনিমসের ৫.৬৭ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৫৭ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৪৮ শতাংশ কমেছে।

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ২৩ আষাঢ় ১৪২৮ ২৫ জিলক্বদ ১৪৪২

সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস বড় উত্থান হলেও গতকাল কিছুটা পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকেও বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৬.৫৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২৪.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৯.০৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৩৭.৯৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৪টির বা ৫৯.৮৯ শতাংশের এবং ৮টির বা ২.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির দর বেড়েছে, কমেছে ১৬৬টির আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মঙ্গলবার (০৬ জুলাই) ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন ছিল মূলত ১০টি কোম্পানি। ব্লকে কোম্পানিগুলোর ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ১৭০টি শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লকে টপটেন লেনদেনের শীর্ষে অর্থাৎ সবচেয়ে বেশি ৫২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৮ লাখ টাকার প্রাইম ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ ২৯ হাজার টাকার লেনদেন হয়েছে লিনডেবিডির। টপটেন লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৪ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৩ কোটি ৬২ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৫৮ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬১ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে গতকাল লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত সোমবার লেনদেন শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের ৯.৮৫ শতাংশ, আমান ফিডের ৯.৮৩ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৯.৭৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.৭৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৫২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, জাহিনটেক্সের ৯.৩০ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.২৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির বা ৫৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর হারানোর তালিকার শীর্ষে বা বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল মালেক স্পিনিং। গত সোমবার লেনদেন শেষে মালেক স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৭.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মালেক স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে ওঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৬.৪১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৩২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, সোনালী পেপারের ৬.১০ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৭৫ শতাংশ, আর্গন ডেনিমসের ৫.৬৭ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৫৭ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৪৮ শতাংশ কমেছে।