বানকোর পরিচালকদের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান (ট্রেক-৬৩) বানকো সিকিউরিটিজের পরিচালকদের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিএসই সূত্রে জানা যায়, বানকো সিকিউরিটিজের পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে ডিএসই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি পরিচালকরা যাতে অন্যান্য কোম্পানির হিসাব থেকে অর্থ উত্তোলন করতে না পারে সেজন্য ডিএসই’র পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বানকো সিকিউরিটিজের পরিচালকদের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করেছে।

ব্যাংক হিসাব স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে বানকো সিকিউরিটিজ, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুব্রা সিস্টেমস, সুব্রা ফ্যাশনস, বানকো পাওয়ার, বানকো এনার্জি জেনারেশন, বানকো স্মার্ট সল্যুশন, ক্লাসিক ফুড ল্যাব, অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস ও সামিট প্রপার্টিজ লিমিটেড।

এর আগে গত ২৯ জুন সকালে লন্ডনে পালিয়ে যাওয়ার সময় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল মুহিতকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বানকো সিকিউরিটিজের বিনিয়োগকারীদের সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়া গেছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অর্থ আত্মসাতের এই ঘটনায় বানকো সিকিউরিটিজ ও এর ৭ পরিচালকের বিরুদ্ধে ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছে ডিএসই। পরের দিন ১৫ জুন সকালে মতিঝিল থানা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ২৩ আষাঢ় ১৪২৮ ২৫ জিলক্বদ ১৪৪২

বানকোর পরিচালকদের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান (ট্রেক-৬৩) বানকো সিকিউরিটিজের পরিচালকদের ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিএসই সূত্রে জানা যায়, বানকো সিকিউরিটিজের পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে ডিএসই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি পরিচালকরা যাতে অন্যান্য কোম্পানির হিসাব থেকে অর্থ উত্তোলন করতে না পারে সেজন্য ডিএসই’র পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক বানকো সিকিউরিটিজের পরিচালকদের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করেছে।

ব্যাংক হিসাব স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে বানকো সিকিউরিটিজ, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুব্রা সিস্টেমস, সুব্রা ফ্যাশনস, বানকো পাওয়ার, বানকো এনার্জি জেনারেশন, বানকো স্মার্ট সল্যুশন, ক্লাসিক ফুড ল্যাব, অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস ও সামিট প্রপার্টিজ লিমিটেড।

এর আগে গত ২৯ জুন সকালে লন্ডনে পালিয়ে যাওয়ার সময় বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল মুহিতকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বানকো সিকিউরিটিজের বিনিয়োগকারীদের সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়া গেছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে অর্থ আত্মসাতের এই ঘটনায় বানকো সিকিউরিটিজ ও এর ৭ পরিচালকের বিরুদ্ধে ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছে ডিএসই। পরের দিন ১৫ জুন সকালে মতিঝিল থানা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়।