৬ জেলায় লকডাউন অমান্য করায় জরিমানা

ভোলা

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলায় লকডাউন সফল করতে গত সোমবার ইলিশা ফেরিঘাটে অভিযান চালান কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মনজুরুল করিম চৌধুরী। ভোলা-লক্ষ্মীপুর রুটে লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলারে যাত্রী পরিবহন করায় গত সোমবার ওই এলাকায় অভিযানে নামে কোস্টগার্ড। অপরদিকে ওই সময় ওই ঘাট এলাকার পল্লী চিকিৎসক সাকিল তার চেম্বারে স্বাস্থ্যবিধি না মেনে রোগীদের অবস্থান করার অভিযোগে সাকিলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, এদিকে জেলায় ৫ দিনে ৮৭০ জনকে আটক করে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। কারাদণ্ড দেয়া হয়েছে ১৬ জনকে।

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনার উর্ধমুখী সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ২৫ জনকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের ১২টি মোবাইল কোর্ট ৫ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে এ জরিমানা করে। গোপালগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার উর্ধমুখী সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিধি-নিষেধ অমান্য করে অযথা ঘুরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে মোবাইল কোর্ট।

হরিরামপুর

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জনসাধারণকে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করাতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে। উপজেলার ঝিটকা, বলড়া, মানিকনগর, কাণ্ঠাপাড়া, নয়াবাজার, রামকৃষ্ণপুর মোড়, লেছড়াগঞ্জ, দিয়াবাড়ি, লাউতা, কুঠিরহাট বাজার, বাস্তা বাজারে গেলে মনে হবে করোনাভাইরাস এসব বাজার থেকে পালিয়ে গেছে। সকালে বাজারে ক্রেতা বিক্রেতার কারও স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই।

এদিকে কঠোর লকডাউনের ৫ দিনে ৪৮ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম পুলিশ সদস্যসহ সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মাঠে থাকেন।

দোহার

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া, আয়োজন মোড়, থানার মোড়, লটাখোলা, কার্তিকপুর, বাংলা বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার, আল-আমিন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১৫ জনকে ৩ হাজার ৬শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানার আওতায় আনছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি মোবাইল কোর্টে ৪২টি মামলায় ৬৩ জনকে ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন। লকডাউন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণস্থানে নিয়মিত টহল দিচ্ছে ৪ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবিসহ পুলিশ এবং আনসার সদস্যরা।

সোনারগাঁ

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন পুরো উপজেলায় শক্ত অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা, কাইকারটেক, পিরোজপুরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ২৩ আষাঢ় ১৪২৮ ২৫ জিলক্বদ ১৪৪২

৬ জেলায় লকডাউন অমান্য করায় জরিমানা

ভোলা

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলায় লকডাউন সফল করতে গত সোমবার ইলিশা ফেরিঘাটে অভিযান চালান কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মনজুরুল করিম চৌধুরী। ভোলা-লক্ষ্মীপুর রুটে লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলারে যাত্রী পরিবহন করায় গত সোমবার ওই এলাকায় অভিযানে নামে কোস্টগার্ড। অপরদিকে ওই সময় ওই ঘাট এলাকার পল্লী চিকিৎসক সাকিল তার চেম্বারে স্বাস্থ্যবিধি না মেনে রোগীদের অবস্থান করার অভিযোগে সাকিলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, এদিকে জেলায় ৫ দিনে ৮৭০ জনকে আটক করে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। কারাদণ্ড দেয়া হয়েছে ১৬ জনকে।

গোপালগঞ্জ

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনার উর্ধমুখী সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ২৫ জনকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের ১২টি মোবাইল কোর্ট ৫ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে এ জরিমানা করে। গোপালগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার উর্ধমুখী সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিধি-নিষেধ অমান্য করে অযথা ঘুরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে মোবাইল কোর্ট।

হরিরামপুর

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জনসাধারণকে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করাতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে। উপজেলার ঝিটকা, বলড়া, মানিকনগর, কাণ্ঠাপাড়া, নয়াবাজার, রামকৃষ্ণপুর মোড়, লেছড়াগঞ্জ, দিয়াবাড়ি, লাউতা, কুঠিরহাট বাজার, বাস্তা বাজারে গেলে মনে হবে করোনাভাইরাস এসব বাজার থেকে পালিয়ে গেছে। সকালে বাজারে ক্রেতা বিক্রেতার কারও স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই।

এদিকে কঠোর লকডাউনের ৫ দিনে ৪৮ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম পুলিশ সদস্যসহ সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মাঠে থাকেন।

দোহার

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার জয়পাড়া, আয়োজন মোড়, থানার মোড়, লটাখোলা, কার্তিকপুর, বাংলা বাজার, দোহার বাজার, মেঘুলা বাজার, আল-আমিন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১৫ জনকে ৩ হাজার ৬শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানার আওতায় আনছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি মোবাইল কোর্টে ৪২টি মামলায় ৬৩ জনকে ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন। লকডাউন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণস্থানে নিয়মিত টহল দিচ্ছে ৪ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবিসহ পুলিশ এবং আনসার সদস্যরা।

সোনারগাঁ

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন পুরো উপজেলায় শক্ত অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা, কাইকারটেক, পিরোজপুরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে ৫ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।