সূচকের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৭.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩২৭.৪৯ পয়েন্ট এবং দুই হাজার ২৩১.৫৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকার যা আগের দিন থেকে ২১২ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৩৮.১৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৫টির বা ৫৫.১১ শতাংশের এবং ২৫টির বা ৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮১.৯২ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির পৌনে ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৫ লাখ ২০ হাজার ৭০২টি শেয়ার ৭৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি টাকার লেনদেন হয়েছে সাফকো স্পিনিংয়ের।

এছাড়া এবি ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪১ লাখ ৩৮ হাজার টাকার, আমান ফিডের ২৭ লাখ ৭১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকার, বিকন ফার্মার ৬৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৫ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৫ লাখ ৭৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার, ডাচ্-বাংলা ব্যাংকের ৭৪ লাখ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, ফরচুন সুজের ৪ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৬ লাখ ৭০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লাখ ৩২ হাজার টাকার, জেনেক্সের ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭০ লাখ ৫২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান স্কিম টুর ১০ লাখ ৮০ হাজার টাকার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৯৩ লাখ ৬৯ হাজার টাকার, আইসিবি ইসলামিক ব্যাংকের ২১ লাখ ১৫ হাজার টাকার, আইএলএফএসএলের ৮ লাখ ২০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৬ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৪ লাখ ৬০ হাজার টাকার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ ৩২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৬ লাখ টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬৪ লাখ ৯৯ হাজার টাকার, আরডি ফুডের ৩৯ লাখ ৫৩ হাজার টাকার, এস আলমের ৯ লাখ টাকার, সালভো কেমিক্যালের ৫৩ লাখ ২৯ হাজার টাকার, সি পার্লের ৮ লাখ ২৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২১ লাখ ৪৭ হাজার টাকার, সিঙ্গার বিডির ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৮.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪২.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৯.৭৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৪৫ শতাংশ, আইএলএফএসএলের ৯.৩৩ শতাংশ, সোনালী পেপারের ৮.৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৮.৪৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.২৩ শতাংশ, বিকন ফার্মার ৭.১৭ শতাংশ এবং একটিভ ফাইনের শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৫.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৭.৮০ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৪১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৯৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৪৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.০৬ শতাংশ এবং মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর ৪.৭৯ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ২৪ আষাঢ় ১৪২৮ ২৬ জিলক্বদ ১৪৪২

সূচকের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৭.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩২৭.৪৯ পয়েন্ট এবং দুই হাজার ২৩১.৫৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকার যা আগের দিন থেকে ২১২ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৩৮.১৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৫টির বা ৫৫.১১ শতাংশের এবং ২৫টির বা ৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮১.৯২ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির পৌনে ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৫ লাখ ২০ হাজার ৭০২টি শেয়ার ৭৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৩ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি টাকার লেনদেন হয়েছে সাফকো স্পিনিংয়ের।

এছাড়া এবি ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪১ লাখ ৩৮ হাজার টাকার, আমান ফিডের ২৭ লাখ ৭১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকার, বিকন ফার্মার ৬৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৫ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৫ লাখ ৭৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ লাখ ৩৯ হাজার টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকার, ডাচ্-বাংলা ব্যাংকের ৭৪ লাখ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, ফরচুন সুজের ৪ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৬ লাখ ৭০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১০ লাখ ৩২ হাজার টাকার, জেনেক্সের ৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭০ লাখ ৫২ হাজার টাকার, গ্রামীণ ওয়ান স্কিম টুর ১০ লাখ ৮০ হাজার টাকার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৯৩ লাখ ৬৯ হাজার টাকার, আইসিবি ইসলামিক ব্যাংকের ২১ লাখ ১৫ হাজার টাকার, আইএলএফএসএলের ৮ লাখ ২০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৬ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ২৪ লাখ ৬০ হাজার টাকার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ ৩২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৬ লাখ টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬৪ লাখ ৯৯ হাজার টাকার, আরডি ফুডের ৩৯ লাখ ৫৩ হাজার টাকার, এস আলমের ৯ লাখ টাকার, সালভো কেমিক্যালের ৫৩ লাখ ২৯ হাজার টাকার, সি পার্লের ৮ লাখ ২৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২১ লাখ ৪৭ হাজার টাকার, সিঙ্গার বিডির ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৮.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪২.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফের ৯.৭৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৪৫ শতাংশ, আইএলএফএসএলের ৯.৩৩ শতাংশ, সোনালী পেপারের ৮.৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৮.৪৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.২৩ শতাংশ, বিকন ফার্মার ৭.১৭ শতাংশ এবং একটিভ ফাইনের শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৫.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৭.৮০ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৪১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৯৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৪৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.০৬ শতাংশ এবং মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর ৪.৭৯ শতাংশ কমেছে।