রংপুরের ৮ জেলায় কর্মহীন সম্বলহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ৬৬ ডিভিশনের উদ্যোগে করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত রংপুরসহ বিভাগের ৮ জেলায় এক হাজার সহায় সম্বলহীন দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম কামরুল হাসান।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ স্থানীয় রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে রংপুরসহ বিভাগের ৮ জেলায় এক হাজার কর্মহীন সহায় সম্বলহীন দুস্থ মানুষদের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা ও হুইল পাউডারসহ অন্যান্য সামগ্রী। প্রধান অতিথি মেজর জেনারেল এসএম কামরুল হাসান বলেন, সেনাবাহিনী করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করছে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ২৪ আষাঢ় ১৪২৮ ২৬ জিলক্বদ ১৪৪২

রংপুরের ৮ জেলায় কর্মহীন সম্বলহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ সেনাবাহিনীর

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ৬৬ ডিভিশনের উদ্যোগে করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত রংপুরসহ বিভাগের ৮ জেলায় এক হাজার সহায় সম্বলহীন দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম কামরুল হাসান।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ স্থানীয় রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে রংপুরসহ বিভাগের ৮ জেলায় এক হাজার কর্মহীন সহায় সম্বলহীন দুস্থ মানুষদের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা ও হুইল পাউডারসহ অন্যান্য সামগ্রী। প্রধান অতিথি মেজর জেনারেল এসএম কামরুল হাসান বলেন, সেনাবাহিনী করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের সাহায্য করতে যথাসাধ্য চেষ্টা করছে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।