ফের বাড়লো পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিকখাতে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ফের ১৫ দিন বেড়েছে। এ নিয়ে ৪৩ দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর পরিচালনা পর্ষদ আগামী ১২ জুলাই থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ গত ২৪ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল। প্রশান্ত কুমার (পিকে) হালদার কান্ডে নানা সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নেয়ার পর ২০১৯ সালের ১৪ জুলাই থেকে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসই।

এদিকে পিপলস লিজিং অবসায়ন না করে তা পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করতে পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠন করে দিয়েছেন আদালত। গত ২৮ জুন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার। এরপর আদালতের আদেশে নিযুক্ত হন অবসায়ক।

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ , ২৫ আষাঢ় ১৪২৮ ২৭ জিলক্বদ ১৪৪২

ফের বাড়লো পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিকখাতে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ফের ১৫ দিন বেড়েছে। এ নিয়ে ৪৩ দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর পরিচালনা পর্ষদ আগামী ১২ জুলাই থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ গত ২৪ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল। প্রশান্ত কুমার (পিকে) হালদার কান্ডে নানা সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নেয়ার পর ২০১৯ সালের ১৪ জুলাই থেকে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসই।

এদিকে পিপলস লিজিং অবসায়ন না করে তা পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করতে পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠন করে দিয়েছেন আদালত। গত ২৮ জুন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার। এরপর আদালতের আদেশে নিযুক্ত হন অবসায়ক।