ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান চাঁদগ্রাম চেয়ারম্যানের

দেশব্যাপী করোনা মহামারীর ঢেউ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতেও আছড়ে পড়েছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর অধিক্যের কারণে হাসপাতালে অক্সিজেন সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জরুরি ভিত্তিতে তার নিজস্ব অর্থায়নে সংগ্রহকৃত ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

গত বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন উক্ত অক্সিজেন সিলিন্ডারসহ মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন হাসপাতালের তরফে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি গ্রহন করেন। এ ব্যাপারে চাঁদগ্রাম ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অক্সিজেন সংকট তৈরি হওয়ায় সরকারের সাহায্যের দিকে তাকিয়ে না থেকে আমি এই সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিই এবং বাস্তবায়ন করে প্রতিশ্রুতি পালন করি। তিনি আরো বলেন, আমার জনগণ আমার দেশ। সম্মিলিত প্রচেষ্টায় গড়বো আমাদের সোনার বাংলাদেশ।

শনিবার, ১০ জুলাই ২০২১ , ২৬ আষাঢ় ১৪২৮ ২৮ জিলক্বদ ১৪৪২

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান চাঁদগ্রাম চেয়ারম্যানের

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

image

দেশব্যাপী করোনা মহামারীর ঢেউ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতেও আছড়ে পড়েছে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর অধিক্যের কারণে হাসপাতালে অক্সিজেন সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জরুরি ভিত্তিতে তার নিজস্ব অর্থায়নে সংগ্রহকৃত ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

গত বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন উক্ত অক্সিজেন সিলিন্ডারসহ মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন হাসপাতালের তরফে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি গ্রহন করেন। এ ব্যাপারে চাঁদগ্রাম ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অক্সিজেন সংকট তৈরি হওয়ায় সরকারের সাহায্যের দিকে তাকিয়ে না থেকে আমি এই সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিই এবং বাস্তবায়ন করে প্রতিশ্রুতি পালন করি। তিনি আরো বলেন, আমার জনগণ আমার দেশ। সম্মিলিত প্রচেষ্টায় গড়বো আমাদের সোনার বাংলাদেশ।