বীরপ্রতীকের খোঁজে অরুণা বিশ্বাস...

অরুণা বিশ্বাসের সরকারি অনুদানে তার প্রথম সিনেমা ‘অসম্ভব’ নির্মাণ করতে গিয়ে বীরপ্রতীক চরিত্রটি নিয়ে বিপাকে পড়েছেন।

অরুণা বিশ্বাস বলেন, ‘রাজ্জাক কাকুর এই সিনেমায় কাজ করার সম্মতি দিয়েছিলেন। কিন্তু আজ এমন সময় অনুদান পেলাম, যখন রাজ্জাক কাকু আমাদের মাঝে নেই। এখন আলমগীর ভাই কিংবা পারভেজ ভাই ( সোহেল রানা) দু’জনের মধ্যে কেউ একজন যদি গল্প শুনে রাজি হন তাহলে চরিত্রটি পরিপূর্ণতা পাবে বলে আমার বিশ্বাস।’ অরুণা বিশ্বাস জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর থেকে মানিকগঞ্জে যাত্রা, মেলা ও একটি বড় বাড়ির সেট কাছাকাছি ফেলেই সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন। ‘অসম্ভব’ সিনেমার গল্প প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতবা সউদ। সিনেমাতে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন পনির। অরুনা বিশ্বাস জানান তিনি নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন।

শনিবার, ১০ জুলাই ২০২১ , ২৬ আষাঢ় ১৪২৮ ২৮ জিলক্বদ ১৪৪২

বীরপ্রতীকের খোঁজে অরুণা বিশ্বাস...

বিনোদন প্রতিবেদক |

image

অরুণা বিশ্বাসের সরকারি অনুদানে তার প্রথম সিনেমা ‘অসম্ভব’ নির্মাণ করতে গিয়ে বীরপ্রতীক চরিত্রটি নিয়ে বিপাকে পড়েছেন।

অরুণা বিশ্বাস বলেন, ‘রাজ্জাক কাকুর এই সিনেমায় কাজ করার সম্মতি দিয়েছিলেন। কিন্তু আজ এমন সময় অনুদান পেলাম, যখন রাজ্জাক কাকু আমাদের মাঝে নেই। এখন আলমগীর ভাই কিংবা পারভেজ ভাই ( সোহেল রানা) দু’জনের মধ্যে কেউ একজন যদি গল্প শুনে রাজি হন তাহলে চরিত্রটি পরিপূর্ণতা পাবে বলে আমার বিশ্বাস।’ অরুণা বিশ্বাস জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর থেকে মানিকগঞ্জে যাত্রা, মেলা ও একটি বড় বাড়ির সেট কাছাকাছি ফেলেই সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন। ‘অসম্ভব’ সিনেমার গল্প প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতবা সউদ। সিনেমাতে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন পনির। অরুনা বিশ্বাস জানান তিনি নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন।