বদলগাছীতে চুরি হওয়া গরু ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার : গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে চুরি হওয়া গরু ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দু’জনকে আটক করেছে। আটককৃত দু’জন হলেন বদলগাছী থানার কোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে আছতুল ফকির (৫৭) এবং একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে চঞ্চল হোসেন (৩৭)।

এজাহার ও গরুর মালিক সূত্রে জানা যায়, কার্তিকাহার গ্রামের রেজাউল করিমের গোয়াল ঘরের ইটের দেয়াল কেটে গত বৃহস্পতিবার ভোর রাতে একটি বকনা গরু ও একটি বাছুর চুরি হয়ে যায়। রেজাউল সকালে থানায় এসে এজাহার দাখিল করলে সঙ্গে সঙ্গে থানা পুলিশ গরু উদ্ধারে অভিযান শুরু করে।

এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবু সামা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আসামি আছতুল ফকিরকে তার বাড়ি থেকে এবং আসামি চঞ্চল হোসেনকে উপজেলার খামার আক্কেলপুর গ্রামের জুয়েলের (২৮) বাড়ি থেকে আটক করে। এ সময় পুলিশ দুই আসামির সঙ্গে চুরি হওয়া গরু দুটিও উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বদলগাছী থানায় কোন প্রকার চুরি আমি বরদাস্ত করব না। তাই অভিযোগ পাওয়া মাত্র অফিসারদের দ্রুত গরু উদ্ধারের নির্দেশ দেই। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে চুরি হওয়া গরু দুটি আমরা উদ্ধার করেছি এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গরু চুরির কোন চক্রের সঙ্গে জড়িত আছে কিনা এখন আমরা সে বিষয়টি তদন্ত করছি।

শনিবার, ১০ জুলাই ২০২১ , ২৬ আষাঢ় ১৪২৮ ২৮ জিলক্বদ ১৪৪২

বদলগাছীতে চুরি হওয়া গরু ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার : গ্রেপ্তার ২

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে চুরি হওয়া গরু ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দু’জনকে আটক করেছে। আটককৃত দু’জন হলেন বদলগাছী থানার কোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে আছতুল ফকির (৫৭) এবং একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে চঞ্চল হোসেন (৩৭)।

এজাহার ও গরুর মালিক সূত্রে জানা যায়, কার্তিকাহার গ্রামের রেজাউল করিমের গোয়াল ঘরের ইটের দেয়াল কেটে গত বৃহস্পতিবার ভোর রাতে একটি বকনা গরু ও একটি বাছুর চুরি হয়ে যায়। রেজাউল সকালে থানায় এসে এজাহার দাখিল করলে সঙ্গে সঙ্গে থানা পুলিশ গরু উদ্ধারে অভিযান শুরু করে।

এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবু সামা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে আসামি আছতুল ফকিরকে তার বাড়ি থেকে এবং আসামি চঞ্চল হোসেনকে উপজেলার খামার আক্কেলপুর গ্রামের জুয়েলের (২৮) বাড়ি থেকে আটক করে। এ সময় পুলিশ দুই আসামির সঙ্গে চুরি হওয়া গরু দুটিও উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, বদলগাছী থানায় কোন প্রকার চুরি আমি বরদাস্ত করব না। তাই অভিযোগ পাওয়া মাত্র অফিসারদের দ্রুত গরু উদ্ধারের নির্দেশ দেই। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে চুরি হওয়া গরু দুটি আমরা উদ্ধার করেছি এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গরু চুরির কোন চক্রের সঙ্গে জড়িত আছে কিনা এখন আমরা সে বিষয়টি তদন্ত করছি।