আগ্রহের শীর্ষে সোনালী লাইফ অনাগ্রহ মুন্নু ফেব্রিক্সে

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এছাড়া অনাগ্রহের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিক্সে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯৮ শতাংশ, আমান ফিডের ২৪.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪.১৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২১.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯.৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৫৬ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।

এছাড়া গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৬.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ১২.৪৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০২ শতাংশ কমেছে।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

আগ্রহের শীর্ষে সোনালী লাইফ অনাগ্রহ মুন্নু ফেব্রিক্সে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এছাড়া অনাগ্রহের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিক্সে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯৮ শতাংশ, আমান ফিডের ২৪.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪.১৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২১.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯.৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৫৬ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।

এছাড়া গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৬টির বা ৩৬.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ১২.৪৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০২ শতাংশ কমেছে।