তিনটি ধারাবাহিক নাটকে হিমি

টিভি ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন সুমাইয়া হিমি। বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত তিনি। এগুলো হলো- শামীম জামানের ‘প্রিয়জন’, মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। হিমি গণমাধ্যমকে বলেন, ‘তিনটি ধারাবাহিকই গল্পনির্ভর। গতানুগতিক গল্পের বাইরে কাজ করছি। অনেকে টিভি ধারাবাহিক নিয়ে সমালোচনা করেন। তবে আমি বলব, আমাদের এখনো অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে এগুলো দর্শকের চোখে পড়ছে না।’ ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও কাজ করছেন তিনি। গতকাল আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্ত হয়েছে তার অভিনীত ‘ভালোবাসি’ শিরোনামের একটি একক নাটক। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম সাইদ। এদিকে অভিনেত্রী একটি প্রতিষ্ঠানের সাতটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের আগেই এগুলোর শুটিং শেষ করবেন তিনি।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

তিনটি ধারাবাহিক নাটকে হিমি

image

টিভি ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন সুমাইয়া হিমি। বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত তিনি। এগুলো হলো- শামীম জামানের ‘প্রিয়জন’, মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। হিমি গণমাধ্যমকে বলেন, ‘তিনটি ধারাবাহিকই গল্পনির্ভর। গতানুগতিক গল্পের বাইরে কাজ করছি। অনেকে টিভি ধারাবাহিক নিয়ে সমালোচনা করেন। তবে আমি বলব, আমাদের এখনো অনেক ভালো গল্পের নাটক হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে এগুলো দর্শকের চোখে পড়ছে না।’ ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও কাজ করছেন তিনি। গতকাল আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্ত হয়েছে তার অভিনীত ‘ভালোবাসি’ শিরোনামের একটি একক নাটক। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম সাইদ। এদিকে অভিনেত্রী একটি প্রতিষ্ঠানের সাতটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের আগেই এগুলোর শুটিং শেষ করবেন তিনি।