মহামারীও ঠেকাতে পারেনি এফ নাইনের সফলতা

করোনা মহামারির মধ্যেই মুক্তি পেয়েছে ইউনিভার্সালের অ্যাকশন সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি ‘এফ নাইন’।

বিশ্বব্যাপী ভাইরাসের প্রচণ্ড তাণ্ডবও ছবিটির ব্যবসায়িক সফলতাকে আটকে রাখতে পারেনি। শুধু টিকিট বিক্রি করে এ ছবিটি মুক্তি পরবর্তী এখন পর্যন্ত আয় করেছে ৫০০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার। ২০১৯ সালের করোনাভাইরাস পরবর্তী এটাই কোনো হলিউড সিনেমা যা এ রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। করোনা মহামারীতে বক্সঅফিস কালেকশনে এখন সেরা ছবির তালিকায় এক নাম্বারে ‘এফ নাইন’। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব এখনো চলছে। পৃথিবীর অনেক দেশ তো বটে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এখনো প্রেক্ষাগৃহ পুরোপুরি সচল নয়। তবু ‘এফ নাইন’র এ রেকর্ড আয় সিনেমা ব্যবসায় নতুন দিগন্তের সূচনা করল বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। তাদের মতে, একটি ভালো সিনেমা দিয়ে এ সময়ও প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনা সম্ভব।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

মহামারীও ঠেকাতে পারেনি এফ নাইনের সফলতা

বিনোদন প্রতিবেদক |

image

করোনা মহামারির মধ্যেই মুক্তি পেয়েছে ইউনিভার্সালের অ্যাকশন সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তি ‘এফ নাইন’।

বিশ্বব্যাপী ভাইরাসের প্রচণ্ড তাণ্ডবও ছবিটির ব্যবসায়িক সফলতাকে আটকে রাখতে পারেনি। শুধু টিকিট বিক্রি করে এ ছবিটি মুক্তি পরবর্তী এখন পর্যন্ত আয় করেছে ৫০০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার। ২০১৯ সালের করোনাভাইরাস পরবর্তী এটাই কোনো হলিউড সিনেমা যা এ রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। করোনা মহামারীতে বক্সঅফিস কালেকশনে এখন সেরা ছবির তালিকায় এক নাম্বারে ‘এফ নাইন’। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব এখনো চলছে। পৃথিবীর অনেক দেশ তো বটে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এখনো প্রেক্ষাগৃহ পুরোপুরি সচল নয়। তবু ‘এফ নাইন’র এ রেকর্ড আয় সিনেমা ব্যবসায় নতুন দিগন্তের সূচনা করল বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। তাদের মতে, একটি ভালো সিনেমা দিয়ে এ সময়ও প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়ে আনা সম্ভব।