ধারাবাহিক নাটকে ফিরলেন শানু

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শানারেই দেবী শানু। তবে এখন অভিনয়ে কম দেখা যাচ্ছে তাকে। এক খণ্ডের নাটকে মাঝেমধ্যে অভিনয় করলেও ধারাবাহিক নাটকে তিনি দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন না। সেই বিরতি ভেঙে গত ৭ জুলাই থেকে তিনি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন। ৩৬ পর্বে এই ধারাবাহিকটির নাম ‘পথের ধারাপাত’। আজাদ আবুল কালামের রচনায় এটি পরিচালনা করছেন মান্নান শফিক। নাটকটি প্রচার হবে বিটিভিতে। এতে অভিনয় প্রসঙ্গে শানু গণমাধ্যমকে বলেন, ‘আমি ইদানীং অভিনয় কম করছি। লেখালেখির ব্যস্ততার পাশাপাশি করোনাভাইরাসের কারণেও কম অভিনয় করছি। এই নাটকটির গল্প এবং আমার চরিত্রটি আকর্ষণীয়। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এটি ছাড়া কিছু দিন আগে ‘ঢেউ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া একটি রিয়েলিটি শোয়ের বিচারকও হয়েছেন তিনি। ‘অনন্য প্রতিভা’ নামের অনুষ্ঠানটি এনটিভিতে প্রচার হচ্ছে।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

ধারাবাহিক নাটকে ফিরলেন শানু

image

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শানারেই দেবী শানু। তবে এখন অভিনয়ে কম দেখা যাচ্ছে তাকে। এক খণ্ডের নাটকে মাঝেমধ্যে অভিনয় করলেও ধারাবাহিক নাটকে তিনি দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন না। সেই বিরতি ভেঙে গত ৭ জুলাই থেকে তিনি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন। ৩৬ পর্বে এই ধারাবাহিকটির নাম ‘পথের ধারাপাত’। আজাদ আবুল কালামের রচনায় এটি পরিচালনা করছেন মান্নান শফিক। নাটকটি প্রচার হবে বিটিভিতে। এতে অভিনয় প্রসঙ্গে শানু গণমাধ্যমকে বলেন, ‘আমি ইদানীং অভিনয় কম করছি। লেখালেখির ব্যস্ততার পাশাপাশি করোনাভাইরাসের কারণেও কম অভিনয় করছি। এই নাটকটির গল্প এবং আমার চরিত্রটি আকর্ষণীয়। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এটি ছাড়া কিছু দিন আগে ‘ঢেউ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া একটি রিয়েলিটি শোয়ের বিচারকও হয়েছেন তিনি। ‘অনন্য প্রতিভা’ নামের অনুষ্ঠানটি এনটিভিতে প্রচার হচ্ছে।