ঈদে এক ডজন নাটকে ঊর্মিলা

ছোটপর্দার সেলিব্রেটি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। লকডাউনেও শুটিং করছেন। তবে এই সময়ে অনিয়মিত ভাবইে শুটিং করছেন বলে জানান তিনি। অভিনেত্রী এখন ব্যস্ত আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে। ঈদে প্রায় এক ডজন নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে মাহমুদ হাসান রানার ‘রিমুর চিঠি’, ফেরারি অমিতের ‘তালাকনামা’, মুজিবুল হক খোকনের ‘সন্দেহবিবি’ ও সাঈদুর রহমান রাসেলের ‘গলবাজি’সহ বেশকিছু নাটকের শুটিং শেষ করেছেন। এ ছাড়া ঈদে অভিনেত্রী আরও থাকবেন অঞ্জন আইচ, কাজী সাঈফ, ফরিদুল হাসান, বিদ্যুৎ রায় ও সকাল আহমেদের নাটকে। ঈদের নাটকের বাইরে ধারাবাহিকেও এ অভিনেত্রীর ব্যস্ততা রয়েছে। তিনি ‘একশ’তে ১০০’ ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থুল’ ‘শান্তি মলম ১০ টাকা’ ও ‘পরাধীন’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি সত্যি অনেক কাজই করছি। কিন্তু যে ধরনের কাজে নিজে তৃপ্ত হবো তেমন কাজের সংখ্যা কম। টভি নাটকের বাইরে ঊর্মিলা ২০১৯ সালের শেষের দিকে ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন। গেল বছর লকডাউনের আগেই এটির শুটিং শেষ করেন তিনি। করোনা মহামারির কারণে ছবিটির ডাবিং শেষ করতে পারেননি।

রবিবার, ১১ জুলাই ২০২১ , ২৭ আষাঢ় ১৪২৮ ২৯ জিলক্বদ ১৪৪২

ঈদে এক ডজন নাটকে ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক |

image

ছোটপর্দার সেলিব্রেটি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। লকডাউনেও শুটিং করছেন। তবে এই সময়ে অনিয়মিত ভাবইে শুটিং করছেন বলে জানান তিনি। অভিনেত্রী এখন ব্যস্ত আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে। ঈদে প্রায় এক ডজন নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে মাহমুদ হাসান রানার ‘রিমুর চিঠি’, ফেরারি অমিতের ‘তালাকনামা’, মুজিবুল হক খোকনের ‘সন্দেহবিবি’ ও সাঈদুর রহমান রাসেলের ‘গলবাজি’সহ বেশকিছু নাটকের শুটিং শেষ করেছেন। এ ছাড়া ঈদে অভিনেত্রী আরও থাকবেন অঞ্জন আইচ, কাজী সাঈফ, ফরিদুল হাসান, বিদ্যুৎ রায় ও সকাল আহমেদের নাটকে। ঈদের নাটকের বাইরে ধারাবাহিকেও এ অভিনেত্রীর ব্যস্ততা রয়েছে। তিনি ‘একশ’তে ১০০’ ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থুল’ ‘শান্তি মলম ১০ টাকা’ ও ‘পরাধীন’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি সত্যি অনেক কাজই করছি। কিন্তু যে ধরনের কাজে নিজে তৃপ্ত হবো তেমন কাজের সংখ্যা কম। টভি নাটকের বাইরে ঊর্মিলা ২০১৯ সালের শেষের দিকে ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেন। গেল বছর লকডাউনের আগেই এটির শুটিং শেষ করেন তিনি। করোনা মহামারির কারণে ছবিটির ডাবিং শেষ করতে পারেননি।