চিঠিপত্র : সন্তানদের প্রতি নজর দিন

করোনাকালীন সময়ে সেশনজট ঠেকাতে সরকার অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছে। কিন্তু একশ্রেণীর শিক্ষার্থী অনলাইন ক্লাসের পাশাপাশি বিভিন্ন গেমস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য সাইটে বেশ সময় পার করছে।

অনলাইন ক্লাসের বাহানায় মা-বাবাদের বোকা বানিয়ে অনেক সময় গেমস খেলে বা চ্যাট করে। ফলে তারা অনলাইনে আসক্ত হয়ে পরছে। এমনকি তাদের আচার-আচরণ ও পরিবর্তন হচ্ছে। দিনদিন মেজাজ খিটখিটে স্বভাবের হচ্ছে এবং রাত জাগার প্রবণতা বেড়েছে। শহর বা গ্রামের পাঁচ থেকে সাত বছরের বাচ্চারাও ফ্রি ফায়ার কিংবা পাবজিতে সময় পার করছে। তাই মা-বাবার উচিত ছেলেমেয়েদের খোঁজখবর রাখা। অনলাইনে ক্লাস করছে নাকি অন্যকিছু করছে এসব বিষয়ে নজরদারি করা। ইন্টারনেট আসক্তি কমাতে অবসর সময়ে সন্তানদের হাতে ফোন না দিয়ে বই তুলে দিন। তাদের সঙ্গে ভালো-মন্দ দিকগুলো নিয়ো আলোচনা করুন। কারণ ইন্টারনেট আসক্তি কিন্তু মাদকাসক্তির মতোই একটি সমস্যা। যার কারণে অনেক ছেলেমেয়েই বিপথে যায়।

সিনথিয়া সুমি

গোপালগঞ্জ

আরও খবর

সোমবার, ১২ জুলাই ২০২১ , ২৮ আষাঢ় ১৪২৮ ১ জিলহজ্জ ১৪৪২

চিঠিপত্র : সন্তানদের প্রতি নজর দিন

করোনাকালীন সময়ে সেশনজট ঠেকাতে সরকার অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছে। কিন্তু একশ্রেণীর শিক্ষার্থী অনলাইন ক্লাসের পাশাপাশি বিভিন্ন গেমস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য সাইটে বেশ সময় পার করছে।

অনলাইন ক্লাসের বাহানায় মা-বাবাদের বোকা বানিয়ে অনেক সময় গেমস খেলে বা চ্যাট করে। ফলে তারা অনলাইনে আসক্ত হয়ে পরছে। এমনকি তাদের আচার-আচরণ ও পরিবর্তন হচ্ছে। দিনদিন মেজাজ খিটখিটে স্বভাবের হচ্ছে এবং রাত জাগার প্রবণতা বেড়েছে। শহর বা গ্রামের পাঁচ থেকে সাত বছরের বাচ্চারাও ফ্রি ফায়ার কিংবা পাবজিতে সময় পার করছে। তাই মা-বাবার উচিত ছেলেমেয়েদের খোঁজখবর রাখা। অনলাইনে ক্লাস করছে নাকি অন্যকিছু করছে এসব বিষয়ে নজরদারি করা। ইন্টারনেট আসক্তি কমাতে অবসর সময়ে সন্তানদের হাতে ফোন না দিয়ে বই তুলে দিন। তাদের সঙ্গে ভালো-মন্দ দিকগুলো নিয়ো আলোচনা করুন। কারণ ইন্টারনেট আসক্তি কিন্তু মাদকাসক্তির মতোই একটি সমস্যা। যার কারণে অনেক ছেলেমেয়েই বিপথে যায়।

সিনথিয়া সুমি

গোপালগঞ্জ