শিথিল হচ্ছে বিধিনিষেধ ঈদের পরে আবার কঠোর

শিথিল হচ্ছে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। আগামী ২২ জুলাই পর্যন্ত তা বহাল থাকবে। ঈদের পরে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে। এ বিষয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। গতকাল সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ১৫-২২ জুলাই পর্যন্ত ৮ দিন বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে সব ধরনের গণপরিবহন। খোলা থাকবে শপিংমলসহ সব দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে বসানো হবে অস্থায়ী কোরবানির হাট।

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন সার্ভিস। এক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে বিক্রয় করা হবে। কাউন্টারে কোন টিকিট দেয়া হবে না। আজ বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে রেলওয়ে সূত্র জানায়।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, ‘যদি সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে ১৫ জুলাই থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। তখন টিকিট বিক্রি হবে অনলাইনে।’

ঢাকা-বরিশালসহ দেশের লঞ্চ সার্ভিস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা) জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘যেহেতু বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল হচ্ছে সেহেতু দেশের লঞ্চ সার্ভিস চালু করা হবে। আজ প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর প্রস্তুতি নেয়া হবে।’

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে কার্যকর হয় চলমান কঠোর বিধিনিষেধ। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। যা আগামীকাল শেষ হবে। ঈদ সামনে রেখে আটদিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলো। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

শিথিল হচ্ছে বিধিনিষেধ ঈদের পরে আবার কঠোর

নিজস্ব বার্তা পরিবেশক

শিথিল হচ্ছে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। আগামী ২২ জুলাই পর্যন্ত তা বহাল থাকবে। ঈদের পরে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে। এ বিষয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। গতকাল সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ১৫-২২ জুলাই পর্যন্ত ৮ দিন বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে সব ধরনের গণপরিবহন। খোলা থাকবে শপিংমলসহ সব দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে বসানো হবে অস্থায়ী কোরবানির হাট।

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন সার্ভিস। এক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে বিক্রয় করা হবে। কাউন্টারে কোন টিকিট দেয়া হবে না। আজ বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে রেলওয়ে সূত্র জানায়।

এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, ‘যদি সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে ১৫ জুলাই থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। তখন টিকিট বিক্রি হবে অনলাইনে।’

ঢাকা-বরিশালসহ দেশের লঞ্চ সার্ভিস বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা) জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘যেহেতু বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল হচ্ছে সেহেতু দেশের লঞ্চ সার্ভিস চালু করা হবে। আজ প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর প্রস্তুতি নেয়া হবে।’

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে কার্যকর হয় চলমান কঠোর বিধিনিষেধ। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। যা আগামীকাল শেষ হবে। ঈদ সামনে রেখে আটদিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলো। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।