সরকার অনুমতি দিলেই চীন-বাংলাদেশ টিকা উৎপাদন শুরু করবে

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদন করতে প্রস্তুত চীন। এখন শুধু প্রয়োজন সরকারের সম্মতি।

গতকাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালুমনাই আয়োজিত এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা বলেন।

এ সময় চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আমরা টিকা দিতে পারব।

এর আগে গত ৬ জুলাই হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, করোনা ভাইরাসের টিকার যৌথ উৎপাদনে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে কাজ করবে।

চীনা কমিউনিস্ট পার্টির শতবছর পূর্তিতে আয়োজিত ওয়েবিনারে এবিসিএর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। ওয়েবিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ২৯ আষাঢ় ১৪২৮ ২ জিলহজ্জ ১৪৪২

সরকার অনুমতি দিলেই চীন-বাংলাদেশ টিকা উৎপাদন শুরু করবে

নিজস্ব বার্তা পরিবেশক

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদন করতে প্রস্তুত চীন। এখন শুধু প্রয়োজন সরকারের সম্মতি।

গতকাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালুমনাই আয়োজিত এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা বলেন।

এ সময় চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আমরা টিকা দিতে পারব।

এর আগে গত ৬ জুলাই হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, করোনা ভাইরাসের টিকার যৌথ উৎপাদনে চীনা কোম্পানিগুলো বাংলাদেশের সঙ্গে কাজ করবে।

চীনা কমিউনিস্ট পার্টির শতবছর পূর্তিতে আয়োজিত ওয়েবিনারে এবিসিএর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। ওয়েবিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।