‘পরিবার’র ১০০ পর্বের সেলিব্রেশন

রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরিবার’ এর ১০০ পর্ব প্রচার উপলক্ষে ১২ জুলাই বিকালে এক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠান হয় এটিএন বাংলা কার্যালয়ে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন তাশিক আহমেদসহ এটিএন বাংলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ। রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরিবার’ সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টায় এটিএন বাংলায় নিয়মিত প্রচার হয়ে আসছে। নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয় এ বছর ৩ জানুয়ারি রাত ৮টায়। সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতাই নাটকের উপজীব্য। এ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি, জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোশেদ প্রমুখ। লাজুক বলেন, এই প্রথম আমার কোনো নাটক ১০০ পর্ব প্রচার হলো। এর আগে আমার লেখা নাটক ‘সংঘাত’ প্রচারিত হয় ১০০০ পর্ব। পরিবার’র ১০০ পর্ব প্রচার হওয়া নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। ড. মাহফুজুর রহমান স্যার যদি আমাকে এ সুযোগ না দিতেন তাহলে হয়তো সম্ভব হতো না।

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ৩০ আষাঢ় ১৪২৮ ৩ জিলহজ্জ ১৪৪২

‘পরিবার’র ১০০ পর্বের সেলিব্রেশন

বিনোদন প্রতিবেদক

image

রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরিবার’ এর ১০০ পর্ব প্রচার উপলক্ষে ১২ জুলাই বিকালে এক সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠান হয় এটিএন বাংলা কার্যালয়ে। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন তাশিক আহমেদসহ এটিএন বাংলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ। রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক নাটক ‘পরিবার’ সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টায় এটিএন বাংলায় নিয়মিত প্রচার হয়ে আসছে। নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয় এ বছর ৩ জানুয়ারি রাত ৮টায়। সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতাই নাটকের উপজীব্য। এ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি, জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোশেদ প্রমুখ। লাজুক বলেন, এই প্রথম আমার কোনো নাটক ১০০ পর্ব প্রচার হলো। এর আগে আমার লেখা নাটক ‘সংঘাত’ প্রচারিত হয় ১০০০ পর্ব। পরিবার’র ১০০ পর্ব প্রচার হওয়া নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। ড. মাহফুজুর রহমান স্যার যদি আমাকে এ সুযোগ না দিতেন তাহলে হয়তো সম্ভব হতো না।