জুলাইয়ে ১ কোটি ৯ লাখ টিকা পাওয়ার সম্ভাবনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে জুলাইয়ে ১ কোটি ৯ লাখ টিকা পাওয়ার সম্ভবনা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে অবদুল মোমেন। গত সোমবার দিবাগত রাত ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

ফেইসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী জানান, সুখবর। আমাদের জেনেভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি, শিপমেন্ট রেডি আছে। জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে। চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। অর্থাৎ চলতি মাসে বিভিন্ন উৎস থেকে এক কোটি নয় লাখ টিকা পাওয়ার সম্ভাবনা আছে।

বুধবার, ১৪ জুলাই ২০২১ , ৩০ আষাঢ় ১৪২৮ ৩ জিলহজ্জ ১৪৪২

জুলাইয়ে ১ কোটি ৯ লাখ টিকা পাওয়ার সম্ভাবনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

করোনাভাইরাস প্রতিরোধে জুলাইয়ে ১ কোটি ৯ লাখ টিকা পাওয়ার সম্ভবনা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে অবদুল মোমেন। গত সোমবার দিবাগত রাত ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

ফেইসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী জানান, সুখবর। আমাদের জেনেভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে আরও তিন মিলিয়ন (ইতোমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি, শিপমেন্ট রেডি আছে। জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে। চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইউ (ইউরোপীয় ইউনিয়ন) থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। অর্থাৎ চলতি মাসে বিভিন্ন উৎস থেকে এক কোটি নয় লাখ টিকা পাওয়ার সম্ভাবনা আছে।