৯ জেলায় করোনায় মৃত্যু ৩৬ শনাক্ত ৭১৩

চাঁপাইয়ে মৃত্যু

৪, শনাক্ত ৪৮

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৮ ও গোমস্তাপুরে ৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.৭৯ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৩ জনের নমুনা পরীক্ষা ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০, শিবগঞ্জে ১ ও ভোলাহাটে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৭৪ শতাংশ। মোট গড় শনাক্তের হার ১২.১২ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় গতকাল বুধবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৫৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৮৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২০৩ জন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৫৮

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গতকাল বুধবার করোনভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১, গোবিন্দগঞ্জে ১২, সুন্দরগঞ্জে ৯, সাঘাটায় ১, পলাশবাড়ীতে ২ ফুলছড়িতে ৫ জন ও সাদুল্যাপুর উপজেলায় ৬ জন। পলাশবাড়ি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৫১ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৭ জন। এরমধ্যে ২৭ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৪২৯ জন।

সোনারগাঁয়ে মৃত্যু ১, শনাক্ত ৫২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন। সর্বশেষ তথ্যানুযায়ী ৮০ জনের পরীক্ষার ফলাফলে ৫২ জনের মধ্যে শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁচপুর ইউপির একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মৃত্যুবরণ করেছেন। এছাড়া গত ৪৮ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার সকালে পাওয়া তথ্যে দেখা যায় তাদের মধ্যে ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা পিরোজপুর, কাঁচপুর, জামপুর, সাদীপুর, সনমান্দী, মোগরাপাড়া, শম্ভুপুরা, বৈদ্যেরবাজার ইউপি ও সোনারগাঁও পৌরসভা এলাকার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

বাগেরহাটে মৃত্যু ৬ শনাক্ত ১১৫

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। গত মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৩ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৯৭২ জন। আর মোট মারা গেছেন ১০২ জন। যা মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা পজেটিভ ১ জন ও উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির সকালে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এদিন শনাক্তের হার ৩২.৫৭ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯৭২ জন সংক্রমিত হলেন।

সখীপুরে মৃত্যু ১

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে আলহাজ আব্দুল কদ্দুস (৬০) নামে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার। সে উপজেলার প্রতিমা বংকী গ্রামের মৃত মিয়াচাঁন আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, করোনায় নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।

মির্জাগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১৪

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তি হলেন, সুবিদখালী কলেজ রোড এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ (৭৫)। গত সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই) নতুন করে আরও ৪০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় মোট ৭৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যার মধ্যে ২ জন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সুস্থ হয়েছেন ৯৮ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪৭ জন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জে শনাক্ত ৫৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৫ শত ৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৩ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

‘বন্ধু ৯৬’-র উপহার

অক্সিজেন সিলিন্ডার

প্রতিানধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় উপহার হিসেবে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বন্ধু ‘৯৬ নামের একটি সামাজিক সংগঠন। জানা গেছে, করোনার এ দুঃসময়ে গত ৪ মাস ধরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত জরুরী রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’ নামের একটি সেবা সংগঠন। গত মঙ্গলবার গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে তাদের কার্যালয়ে বন্ধু ’৯৬ এর পক্ষ হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্তিত ছিলেন বন্ধু ’৯৬ সংগঠনের সভাপতি শামীম শেখ, সহ-সভাপতি স্কুল শিক্ষক আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সা. সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা, কোষাধ্যক্ষ শফিক মন্ডল প্রমুখ।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

৯ জেলায় করোনায় মৃত্যু ৩৬ শনাক্ত ৭১৩

চাঁপাইয়ে মৃত্যু

৪, শনাক্ত ৪৮

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৮ ও গোমস্তাপুরে ৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.৭৯ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৩ জনের নমুনা পরীক্ষা ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০, শিবগঞ্জে ১ ও ভোলাহাটে ২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৭৪ শতাংশ। মোট গড় শনাক্তের হার ১২.১২ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় গতকাল বুধবার সকাল থেকে তার বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে। জেলায় এ পর্যন্ত মোট ৪৫৫৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৮৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২০৩ জন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৫৮

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গতকাল বুধবার করোনভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১, গোবিন্দগঞ্জে ১২, সুন্দরগঞ্জে ৯, সাঘাটায় ১, পলাশবাড়ীতে ২ ফুলছড়িতে ৫ জন ও সাদুল্যাপুর উপজেলায় ৬ জন। পলাশবাড়ি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৫১ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৭ জন। এরমধ্যে ২৭ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৪২৯ জন।

সোনারগাঁয়ে মৃত্যু ১, শনাক্ত ৫২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন। সর্বশেষ তথ্যানুযায়ী ৮০ জনের পরীক্ষার ফলাফলে ৫২ জনের মধ্যে শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঁচপুর ইউপির একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মৃত্যুবরণ করেছেন। এছাড়া গত ৪৮ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার সকালে পাওয়া তথ্যে দেখা যায় তাদের মধ্যে ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা পিরোজপুর, কাঁচপুর, জামপুর, সাদীপুর, সনমান্দী, মোগরাপাড়া, শম্ভুপুরা, বৈদ্যেরবাজার ইউপি ও সোনারগাঁও পৌরসভা এলাকার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

বাগেরহাটে মৃত্যু ৬ শনাক্ত ১১৫

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। গত মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৩ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৪ হাজার ৯৭২ জন। আর মোট মারা গেছেন ১০২ জন। যা মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের দেয়া হিসাব মতে। বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম জানান, হাসপাতালে করোনা পজেটিভ ১ জন ও উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির সকালে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। এদিন শনাক্তের হার ৩২.৫৭ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯৭২ জন সংক্রমিত হলেন।

সখীপুরে মৃত্যু ১

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে আলহাজ আব্দুল কদ্দুস (৬০) নামে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার। সে উপজেলার প্রতিমা বংকী গ্রামের মৃত মিয়াচাঁন আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, করোনায় নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।

মির্জাগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১৪

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তি হলেন, সুবিদখালী কলেজ রোড এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ (৭৫)। গত সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই) নতুন করে আরও ৪০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় মোট ৭৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যার মধ্যে ২ জন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সুস্থ হয়েছেন ৯৮ জন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪৭ জন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জে শনাক্ত ৫৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৫ শত ৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৩ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

‘বন্ধু ৯৬’-র উপহার

অক্সিজেন সিলিন্ডার

প্রতিানধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় উপহার হিসেবে ২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বন্ধু ‘৯৬ নামের একটি সামাজিক সংগঠন। জানা গেছে, করোনার এ দুঃসময়ে গত ৪ মাস ধরে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত জরুরী রোগীদের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’ নামের একটি সেবা সংগঠন। গত মঙ্গলবার গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে তাদের কার্যালয়ে বন্ধু ’৯৬ এর পক্ষ হতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্তিত ছিলেন বন্ধু ’৯৬ সংগঠনের সভাপতি শামীম শেখ, সহ-সভাপতি স্কুল শিক্ষক আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সা. সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত মোল্লা, কোষাধ্যক্ষ শফিক মন্ডল প্রমুখ।