ঈদের অনুষ্ঠানে আঞ্জুমান আরা বেগমের গান ঐশীর কণ্ঠে

২০১৭ সালের ‘সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশী। এবার ঈদে চ্যানেল আইতে ঐশীর কণ্ঠে আঞ্জুমান আরা বেগমের ‘আকাশের হাতে এক রাশ নীল’ অনুষ্ঠানে আঞ্জুমান আরা বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে’, ‘এখনও অনেক রাত বাকি’, ‘কেন আগের মতো সব ভালোলাগে না’, ‘সাতটি রঙের মাঝে আমি’, ‘একটি রজনীগন্ধা’, ‘ওগো ওমন করে’, ‘তুমি আসবে বলে’, ‘বিক্রমপুরে বাপের বাড়ি’ গানগুলো উপভোগ করতে পারবেন দর্শক। ঐশী বলেন, ‘শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগম আপার কিছু প্রচলতি এবং কিছু অপ্রচলিত গান গাইবার চেষ্টা করেছি। তার গানগুলো আমার ভীষণ পছন্দের, তিনি আমার একজন প্রিয় শিল্পীও বটে।’ ঐশী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে রাগ সঙ্গীতে অনার্স করার পর বর্তমানে মাস্টার্স করছেন। গানে তার হাতেখড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বণিক। পরবর্তীতে তিনি সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জন এবং বর্তমানে আচার্য্য রেজওয়ান আলী লাভলুর কাছে তালিম নিচ্ছেন।

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ , ৩১ আষাঢ় ১৪২৮ ৪ জিলহজ ১৪৪২

ঈদের অনুষ্ঠানে আঞ্জুমান আরা বেগমের গান ঐশীর কণ্ঠে

বিনোদন প্রতিবেদক |

image

২০১৭ সালের ‘সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশী। এবার ঈদে চ্যানেল আইতে ঐশীর কণ্ঠে আঞ্জুমান আরা বেগমের ‘আকাশের হাতে এক রাশ নীল’ অনুষ্ঠানে আঞ্জুমান আরা বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে’, ‘এখনও অনেক রাত বাকি’, ‘কেন আগের মতো সব ভালোলাগে না’, ‘সাতটি রঙের মাঝে আমি’, ‘একটি রজনীগন্ধা’, ‘ওগো ওমন করে’, ‘তুমি আসবে বলে’, ‘বিক্রমপুরে বাপের বাড়ি’ গানগুলো উপভোগ করতে পারবেন দর্শক। ঐশী বলেন, ‘শ্রদ্ধেয় আঞ্জুমান আরা বেগম আপার কিছু প্রচলতি এবং কিছু অপ্রচলিত গান গাইবার চেষ্টা করেছি। তার গানগুলো আমার ভীষণ পছন্দের, তিনি আমার একজন প্রিয় শিল্পীও বটে।’ ঐশী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে রাগ সঙ্গীতে অনার্স করার পর বর্তমানে মাস্টার্স করছেন। গানে তার হাতেখড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বণিক। পরবর্তীতে তিনি সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জন এবং বর্তমানে আচার্য্য রেজওয়ান আলী লাভলুর কাছে তালিম নিচ্ছেন।