সাড়ে তিন বছর পর ডিএসইএক্সের ৬৩০০ পয়েন্ট অতিক্রম

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ডিএসইর প্রধান সূচক বেড়ে সাড়ে তিন বছর পর ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৩৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ বছর ৬ মাস ১১ দিন বা ৮১৩ কার্যদিবস পর ছয় হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৮ সালের ৪ জানুয়ারি সূচকটি ছয় হাজার ৩০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে এবং দুই হাজার ২৭৪.৯০ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭০টির বা ৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৯টির বা ২১.০৭ শতাংশের এবং ২৬টির বা ৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮.৫৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ইস্টার্ণ ব্যাংক ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এনআরবিসি ব্যাংক ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমনিয়াম, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ই- জেনারেশন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ফুয়াং ফুড, জিকিউ বলপেন, এইচ.আর টেক্সটাইল, আইসিবি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ম্যারিকো, মতিন স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সি পার্ল বিচ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বুধবার লেনদেন শেষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৯২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.৭৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯.৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২১ শতাংশ, বিবিএসের ৮.৮৩ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ , ১ শ্রাবন ১৪২৮ ৫ জিলহজ ১৪৪২

সাড়ে তিন বছর পর ডিএসইএক্সের ৬৩০০ পয়েন্ট অতিক্রম

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ডিএসইর প্রধান সূচক বেড়ে সাড়ে তিন বছর পর ৬ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৩৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ বছর ৬ মাস ১১ দিন বা ৮১৩ কার্যদিবস পর ছয় হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১৮ সালের ৪ জানুয়ারি সূচকটি ছয় হাজার ৩০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৯.৩৬ পয়েন্টে এবং দুই হাজার ২৭৪.৯০ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৪ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭০টির বা ৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৯টির বা ২১.০৭ শতাংশের এবং ২৬টির বা ৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮.৫৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ইস্টার্ণ ব্যাংক ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এনআরবিসি ব্যাংক ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমনিয়াম, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ই- জেনারেশন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ফুয়াং ফুড, জিকিউ বলপেন, এইচ.আর টেক্সটাইল, আইসিবি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ম্যারিকো, মতিন স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সি পার্ল বিচ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত বুধবার লেনদেন শেষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৯২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.৭৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯.৭৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২১ শতাংশ, বিবিএসের ৮.৮৩ শতাংশ এবং রহিম টেক্সটাইলের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।