উচ্চ পর্যায়ের কমিটির নির্দেশনা

সব কারখানা সরেজমিন পরিদর্শন করা হবে

কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুব শীঘ্রই দেশের সব শিল্প কারখানা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এর অংশ হিসেবে দুর্ঘটনা রোধের পাশাপাশি সবার জন্য নিরাপদ কাজের পরিবেশ ঠিক রাখতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বহুপক্ষীয় একটি কমিটি করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ২৪ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক ‘অনুশাসনে’ অবিলম্বে সব শিল্প কলকারখানা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্বে এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে অবিলম্বে সব শিল্প কলকারখানা সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে বহু কর্মী ও শ্রমিকের হতাহত হওয়ার ঘটনায় দেশে শিল্প কারখানায় নিরাপদ কর্ম পরিবেশের বিষয়টি সামনে আসার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলো। হাসেম ফুডস কারখানায় সম্প্রতি ভয়াবহ এই অগ্নিকা-ে অন্তত ৫১ জন শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হন।

এই দুর্ঘটনার পর কারখানায় ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ, অগ্নি নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি আবারও আলোচনায় আসে। কাছাকাছি সময়ে রাজধানীর মগবাজারে ব্যস্ত এলাকায় একটি ভবনে ভয়াল বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি হয়। ওই ভবনে নিচ তলা ও দোতলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।

প্রজ্ঞাপনে উচ্চ পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কার্যপ্রণালীও ঠিক করে দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে কমিটির কাজের পরিধি বলা হয়েছে, কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ/কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আইনানুগ কর্তৃপক্ষগুলোর কার্যক্রম পরিবীক্ষণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর বিষয়ে প্রায়োগিক আইন/বিধি/নীতিমালা/গাইডলাইন/নির্দেশনাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা/গাইডলাইন/নির্দেশনাগুলো পরিপালনের বিষয়টি পরিবীক্ষণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকা-/দুর্ঘটনা সম্পর্কে কর্মী ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সালমান এফ রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে।

সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী/ প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী/প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন/ পৌরসভার মেয়র, জননিরাপত্তা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, শিল্প সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা এর নির্বাহী চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক এর চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, এফবিসিসিআই সভাপতি ও বিজিএমইএর সভাপতি।

শনিবার, ১৭ জুলাই ২০২১ , ২ শ্রাবন ১৪২৮ ৬ জিলহজ ১৪৪২

উচ্চ পর্যায়ের কমিটির নির্দেশনা

সব কারখানা সরেজমিন পরিদর্শন করা হবে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে খুব শীঘ্রই দেশের সব শিল্প কারখানা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এর অংশ হিসেবে দুর্ঘটনা রোধের পাশাপাশি সবার জন্য নিরাপদ কাজের পরিবেশ ঠিক রাখতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বহুপক্ষীয় একটি কমিটি করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ২৪ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক ‘অনুশাসনে’ অবিলম্বে সব শিল্প কলকারখানা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেতৃত্বে এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে অবিলম্বে সব শিল্প কলকারখানা সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকা-ে বহু কর্মী ও শ্রমিকের হতাহত হওয়ার ঘটনায় দেশে শিল্প কারখানায় নিরাপদ কর্ম পরিবেশের বিষয়টি সামনে আসার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলো। হাসেম ফুডস কারখানায় সম্প্রতি ভয়াবহ এই অগ্নিকা-ে অন্তত ৫১ জন শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হন।

এই দুর্ঘটনার পর কারখানায় ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ, অগ্নি নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়টি আবারও আলোচনায় আসে। কাছাকাছি সময়ে রাজধানীর মগবাজারে ব্যস্ত এলাকায় একটি ভবনে ভয়াল বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি হয়। ওই ভবনে নিচ তলা ও দোতলায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল।

প্রজ্ঞাপনে উচ্চ পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কার্যপ্রণালীও ঠিক করে দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে কমিটির কাজের পরিধি বলা হয়েছে, কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ/কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আইনানুগ কর্তৃপক্ষগুলোর কার্যক্রম পরিবীক্ষণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর বিষয়ে প্রায়োগিক আইন/বিধি/নীতিমালা/গাইডলাইন/নির্দেশনাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা/গাইডলাইন/নির্দেশনাগুলো পরিপালনের বিষয়টি পরিবীক্ষণ। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকা-/দুর্ঘটনা সম্পর্কে কর্মী ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সালমান এফ রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে।

সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী/ প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী/প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন/ পৌরসভার মেয়র, জননিরাপত্তা বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, শিল্প সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা এর নির্বাহী চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক এর চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, এফবিসিসিআই সভাপতি ও বিজিএমইএর সভাপতি।