ঈদে বৈশাখী টিভির ১৯ নাটক

ঈদুল আজহা উপলক্ষে ১৪টি একক এবং ৫টি ৭ পর্বের নতুন নাটক প্রচার করবে বৈশাখী টিভি। ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় ‘হাঁটা জামাই’ ও হিরন সোহেল এর রচনা ও এস এম হামিদ সোহেল পরিচালনায় ‘পান সুপারী ভালোবাসা’। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দেন মোহর’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মনিরুজ্জামান মনি, পরিচালনা অনন্য ইমন এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘ভাইয়ের সঙ্গে একান্ত আলাপে’, শৌর্য দীপ্ত সূর্য’র রচনায় ও শাকিল আহমেদের পরিচালনায় ‘পেজগী নেকাব্বর’। ঈদের চতুর্থ দিন প্রচার হবে ‘সন্দেহ বিবি’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা মজিবুল হক খোকন। জাকির হোসেন উজ্জ্বলের রচনায়, মনিরুজ্জামান মনি’র পরিচালনায় ‘ব্ল্যাক মেইল’। ঈদের পঞ্চম দিন প্রচার হবে টিপু আলম মিলনের গল্পে সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘গরিবের সুন্দরী বউ’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মমর রুবেল ও পরিচালনা বর্ণনাথ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘ঢাকাইয়া মাইয়া’। মির্জা রাকিবের রচনায় ও এটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

ঈদের ৭ম দিন প্রচার হবে আগুন আহমেদের রচনায়, ফেরারী অমিতের পরিচালনায় ‘তালাকনামা’। ঈদ আয়োজনের সর্বশেষ নাটক হলো ‘ডিভোর্সী বউ’। এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা শৌর্য দীপ্ত সূর্য)। ঈদের ৭ দিনের ঈদ আয়োজনে প্রচার হবে ৭ পর্বের ৫টি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘মজনু ভাই জিন্দাবাদ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘রূপকথা’। রচনা ও পরিচালনা তারিক মুহম্মদ হাসান।

রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কোরবানির বিরাট হাট’। রচনা ও পরিচালনা এসএ হক অলিক। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘বাগান বাড়ি’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রবাসী টাকার মেশিন’। চিত্রনাট্যে ইউসুফ আলী খোকন, পরিচালনা আল হাজেন।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

ঈদে বৈশাখী টিভির ১৯ নাটক

বিনোদন প্রতিবেদক |

image

ঈদুল আজহা উপলক্ষে ১৪টি একক এবং ৫টি ৭ পর্বের নতুন নাটক প্রচার করবে বৈশাখী টিভি। ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় ‘হাঁটা জামাই’ ও হিরন সোহেল এর রচনা ও এস এম হামিদ সোহেল পরিচালনায় ‘পান সুপারী ভালোবাসা’। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দেন মোহর’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মনিরুজ্জামান মনি, পরিচালনা অনন্য ইমন এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘ভাইয়ের সঙ্গে একান্ত আলাপে’, শৌর্য দীপ্ত সূর্য’র রচনায় ও শাকিল আহমেদের পরিচালনায় ‘পেজগী নেকাব্বর’। ঈদের চতুর্থ দিন প্রচার হবে ‘সন্দেহ বিবি’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা মজিবুল হক খোকন। জাকির হোসেন উজ্জ্বলের রচনায়, মনিরুজ্জামান মনি’র পরিচালনায় ‘ব্ল্যাক মেইল’। ঈদের পঞ্চম দিন প্রচার হবে টিপু আলম মিলনের গল্পে সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘গরিবের সুন্দরী বউ’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মমর রুবেল ও পরিচালনা বর্ণনাথ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘ঢাকাইয়া মাইয়া’। মির্জা রাকিবের রচনায় ও এটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।

ঈদের ৭ম দিন প্রচার হবে আগুন আহমেদের রচনায়, ফেরারী অমিতের পরিচালনায় ‘তালাকনামা’। ঈদ আয়োজনের সর্বশেষ নাটক হলো ‘ডিভোর্সী বউ’। এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা শৌর্য দীপ্ত সূর্য)। ঈদের ৭ দিনের ঈদ আয়োজনে প্রচার হবে ৭ পর্বের ৫টি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘মজনু ভাই জিন্দাবাদ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘রূপকথা’। রচনা ও পরিচালনা তারিক মুহম্মদ হাসান।

রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কোরবানির বিরাট হাট’। রচনা ও পরিচালনা এসএ হক অলিক। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘বাগান বাড়ি’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রবাসী টাকার মেশিন’। চিত্রনাট্যে ইউসুফ আলী খোকন, পরিচালনা আল হাজেন।