চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। উক্ত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান বিপিএম (বার)। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন ৯৬তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মির্জা মাজহারুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান। পরে নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ বাহিনী আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ দমন সফলতার সঙ্গে পালন করে আসছে। বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে ইতোমধ্যে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। এছাড়া চোরাচালান রোধে নবীন সৈনিকদের পেশাগত দক্ষতা অর্জনসহ ব্যক্তিগতভাবে সুদৃঢ়, নির্লোভ ও নির্ভীক সর্বোপরি উন্নত চরিত্রের অধিকারী হওয়ার উপদেশ দেন।

প্যারেড শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের পুরস্কার দেয়া হয়। অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব, ৫৩ বিজিবির অধিনায়ক  লে. কর্নেল মোহাম্মদ সুরুজ  মিয়া প্রমুখ।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। উক্ত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান বিপিএম (বার)। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন ৯৬তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মির্জা মাজহারুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান। পরে নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ বাহিনী আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমী বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ দমন সফলতার সঙ্গে পালন করে আসছে। বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে ইতোমধ্যে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। এছাড়া চোরাচালান রোধে নবীন সৈনিকদের পেশাগত দক্ষতা অর্জনসহ ব্যক্তিগতভাবে সুদৃঢ়, নির্লোভ ও নির্ভীক সর্বোপরি উন্নত চরিত্রের অধিকারী হওয়ার উপদেশ দেন।

প্যারেড শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী সৈনিকদের পুরস্কার দেয়া হয়। অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব, ৫৩ বিজিবির অধিনায়ক  লে. কর্নেল মোহাম্মদ সুরুজ  মিয়া প্রমুখ।