ডিএসই পর্ষদের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যারে কারিগরি ত্রুটিতে ১ ঘণ্টা ২১ মিনিট স্বাভাবিক লেনদেন বন্ধ থাকায় পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গতকাল বিকেল ৩টায় মতিঝিলে ডিএসই’র প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিনিয়োগকারীদের সংগঠনটি।

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর পর সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বেলা ১১টা ৯ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল। এরপর দুপুর সাড়ে ১২টায় ডিএসইর লেনদেন আবার শুরু হয়ে। পরবর্তীতে লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটার স্থলে বিকেল সাড়ে তিনটা করা হয়।

মানববন্ধনে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলা হয়, অদক্ষ জনবল নিয়ে ডিএসই’র আইটি বিভাগ পরিচালিত হওয়ায় বারং বার কারিগরি ত্রুটিতে লেনদেনে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু আইটি বিভাগ পুর্নগঠন না করে পুরাতন ও অদক্ষদের দিয়েই বিভাগটি পরিচালিত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, কিছুদিন পরপরই ডিএসই’র সার্ভারে কারিগরি ত্রুটি দেখা যায়। এতে লেনদেনে অনেক সমস্যা তৈরি হয়। আসলে এটি কারিগরি ত্রুটি নাকি ডিএসইর ভেতরে কোন দুষ্টচক্র কাজ করছে, তা আমরা জানি না। তাই বর্তমান ডিএসই বোর্ডের সবাইকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে যেন শক্তিশালী সার্ভার ব্যবহার করা হয় সে বিষয়েও বিনিয়োগকারীরা দাবি জানায়। এছাড়া আজকের সফটওয়্যার ত্রুটির ইস্যু দেখিয়ে লেনদেন বন্ধ রাখার জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে দোষীদের শান্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

সোমবার, ১৯ জুলাই ২০২১ , ৪ শ্রাবন ১৪২৮ ৮ জিলহজ ১৪৪২

ডিএসই পর্ষদের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের মানববন্ধন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যারে কারিগরি ত্রুটিতে ১ ঘণ্টা ২১ মিনিট স্বাভাবিক লেনদেন বন্ধ থাকায় পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। গতকাল বিকেল ৩টায় মতিঝিলে ডিএসই’র প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিনিয়োগকারীদের সংগঠনটি।

গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর পর সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বেলা ১১টা ৯ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল। এরপর দুপুর সাড়ে ১২টায় ডিএসইর লেনদেন আবার শুরু হয়ে। পরবর্তীতে লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটার স্থলে বিকেল সাড়ে তিনটা করা হয়।

মানববন্ধনে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলা হয়, অদক্ষ জনবল নিয়ে ডিএসই’র আইটি বিভাগ পরিচালিত হওয়ায় বারং বার কারিগরি ত্রুটিতে লেনদেনে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু আইটি বিভাগ পুর্নগঠন না করে পুরাতন ও অদক্ষদের দিয়েই বিভাগটি পরিচালিত হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিনিয়োগকারীরা।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, কিছুদিন পরপরই ডিএসই’র সার্ভারে কারিগরি ত্রুটি দেখা যায়। এতে লেনদেনে অনেক সমস্যা তৈরি হয়। আসলে এটি কারিগরি ত্রুটি নাকি ডিএসইর ভেতরে কোন দুষ্টচক্র কাজ করছে, তা আমরা জানি না। তাই বর্তমান ডিএসই বোর্ডের সবাইকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে যেন শক্তিশালী সার্ভার ব্যবহার করা হয় সে বিষয়েও বিনিয়োগকারীরা দাবি জানায়। এছাড়া আজকের সফটওয়্যার ত্রুটির ইস্যু দেখিয়ে লেনদেন বন্ধ রাখার জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে দোষীদের শান্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।