ধারাবাহিক নাটক ‘বাগান বাড়ি’

নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘বাগান বাড়ি’। টিপু আলম মিলনের গল্পে এটির চিত্রনাট্য তৈরি করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন হানিফ খান ও রোহান রুবেল। এটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘সমাজে চলমান একটি ঘটনাকে এ নাটকের মাধ্যমে তুলে আনা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকের গল্পে দেখা যাবে, শহর ছেড়ে একটু দূরে মনোরম পরিবেশে একটি রিসোর্ট তৈরি করেছেন জাহিদ হাসান। যার নাম ‘বাগান বাড়ি’। এখানে অবকাশযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। অনেকেই এখানে এসে অনৈতিক কাজেও লিপ্ত হন। এর মালিক হিসেবে জাহিদ হাসান তাই চড়ামূল্য নেন আগত দর্শনার্থীদের কাছ থেকে। এক সময় সাংবাদিকদের গোচরে আসে এ রিসোর্টের কর্মকা-।

সোমবার, ১৯ জুলাই ২০২১ , ৪ শ্রাবন ১৪২৮ ৮ জিলহজ ১৪৪২

ধারাবাহিক নাটক ‘বাগান বাড়ি’

image

নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘বাগান বাড়ি’। টিপু আলম মিলনের গল্পে এটির চিত্রনাট্য তৈরি করেছেন জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা করেছেন হানিফ খান ও রোহান রুবেল। এটি ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।

এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘সমাজে চলমান একটি ঘটনাকে এ নাটকের মাধ্যমে তুলে আনা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকের গল্পে দেখা যাবে, শহর ছেড়ে একটু দূরে মনোরম পরিবেশে একটি রিসোর্ট তৈরি করেছেন জাহিদ হাসান। যার নাম ‘বাগান বাড়ি’। এখানে অবকাশযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। অনেকেই এখানে এসে অনৈতিক কাজেও লিপ্ত হন। এর মালিক হিসেবে জাহিদ হাসান তাই চড়ামূল্য নেন আগত দর্শনার্থীদের কাছ থেকে। এক সময় সাংবাদিকদের গোচরে আসে এ রিসোর্টের কর্মকা-।