বিধিনিষেধের মধ্যেও খোলা থাকবে বিমা অফিস

করোনা নিয়ন্ত্রণে ঈদের পর সরকারঘোষিত কঠোর বিধিনিষেধেও ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট খোলা থাকবে বীমা কোম্পানির অফিস। এর ফলে ব্যাংক ও পুঁজিবাজারের পাশাপাশি বিমা কোম্পানির অফিসও খোলা থাকবে। গত রোববার এ সংক্রান্ত নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) দেয়া হয়েছে। বিভাগের উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিঠি আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ব্যাংক-বিমা হচ্ছে সেবা খাত। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর
চামড়া ব্যবস্থাপনায় তিনটি কমিটি গঠন বাণিজ্য মন্ত্রণালয়ের
৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল একমি পেস্টিসাইডস
ব্যাংকে গ্রাহকের ভিড় লেনদেন দ্বিগুণ
বিসিএসআইআর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা সহযোগিতা চুক্তি
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ জন
‘আলেশা হোল্ডিংস লিমিটেড ক্রেতাদের স্বার্থরক্ষার্থে কাজ করে যাচ্ছে’
লাইসেন্স ছাড়া দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এক সপ্তাহ বন্ধ টিসিবির বিক্রি
ইউনিয়ন ব্যাংকের কলেজ বাজার উপশাখা এবং খাঁন হাট উপশাখা শুভ উদ্বোধন
ছয় হাজার ৪০০ পয়েন্ট ছাড়াল ডিএসইএক্স
ঈদের আগে ১০ হাজার ৭০০ কোটি টাকার রেমিট্যান্স এলো

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ , ৫ শ্রাবন ১৪২৮ ৯ জিলহজ ১৪৪২

বিধিনিষেধের মধ্যেও খোলা থাকবে বিমা অফিস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনা নিয়ন্ত্রণে ঈদের পর সরকারঘোষিত কঠোর বিধিনিষেধেও ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট খোলা থাকবে বীমা কোম্পানির অফিস। এর ফলে ব্যাংক ও পুঁজিবাজারের পাশাপাশি বিমা কোম্পানির অফিসও খোলা থাকবে। গত রোববার এ সংক্রান্ত নির্দেশনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) দেয়া হয়েছে। বিভাগের উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি চিঠি আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ব্যাংক-বিমা হচ্ছে সেবা খাত। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।