ঈদে আসছে বাপ্পা মজুমদারের ‘শূন্যপুর’

নন্দিত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। আসছে ঈদে তিনি হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। তার এ গানের শিরোনাম ‘শূন্যপুর’। কবি হেনরি লুইসের কথা ও কলকাতার টুনাই দেবাশিষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘বেশ চমৎকার অনুভবের একটি গান হয়েছে। বেশ ক’জন মেধাবী মানুষ মিলে গানটি তৈরি করেছেন। আমার প্রত্যাশা শ্রোতারা এই গানে নিজেদের ভালোলাগার কথা খুঁজে পাবেন।’

এছাড়াও সম্প্রতি ‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। ‘নীল মাছি... ও নীল মাছি, বাতাসকে ফাঁকি দিয়ে কোথায় ওড়ো’ গানটির এমন কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ , ৫ শ্রাবন ১৪২৮ ৯ জিলহজ ১৪৪২

ঈদে আসছে বাপ্পা মজুমদারের ‘শূন্যপুর’

বিনোদন প্রতিবেদক |

image

নন্দিত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। আসছে ঈদে তিনি হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। তার এ গানের শিরোনাম ‘শূন্যপুর’। কবি হেনরি লুইসের কথা ও কলকাতার টুনাই দেবাশিষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘বেশ চমৎকার অনুভবের একটি গান হয়েছে। বেশ ক’জন মেধাবী মানুষ মিলে গানটি তৈরি করেছেন। আমার প্রত্যাশা শ্রোতারা এই গানে নিজেদের ভালোলাগার কথা খুঁজে পাবেন।’

এছাড়াও সম্প্রতি ‘নীল মাছি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। ‘নীল মাছি... ও নীল মাছি, বাতাসকে ফাঁকি দিয়ে কোথায় ওড়ো’ গানটির এমন কথা লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।