কামাল আহমেদ ও চম্পা বণিকের কৃষ্ণচূড়ার স্মৃতি প্রকাশিত

ঈদুল আজহা ২০২১ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও চম্পা বনিকের যুগল কণ্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও “কৃষ্ণচূড়ার স্মৃতি” প্রকাশিত হলো। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেনফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সংগীত পরিচালনায় প্রয়াত ফরিদ আহমেদ, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।

“এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল”গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম “নীল সমুদ্র” হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৪ (চৌদ্দ)টি গান রয়েছে। কামাল আহমেদের মোট তার ১৯টি গানের এ্যালবাম প্রকাশিত হয়েছে।

কামাল আহমেদ বলেন, ‘গান আমর প্রাণ। সবার শুভকামনা চাই, চাই সংগীত - ভরা জীবনের সুন্দর একটা জয়। কারণ; সংগীত সুন্দরের কথা বলে’

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ৮ শ্রাবন ১৪২৮ ১২ জিলহজ ১৪৪২

কামাল আহমেদ ও চম্পা বণিকের কৃষ্ণচূড়ার স্মৃতি প্রকাশিত

বিনোদন প্রতিবেদক |

image

ঈদুল আজহা ২০২১ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও চম্পা বনিকের যুগল কণ্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও “কৃষ্ণচূড়ার স্মৃতি” প্রকাশিত হলো। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেনফেরদৌস হোসেন ভূঁইয়া, সুর ও সংগীত পরিচালনায় প্রয়াত ফরিদ আহমেদ, চিত্রগ্রহণ এবং ভিডিও নির্দেশনায় জামিউর রহমান লেমন।

“এখনো সেই কৃষ্ণচূড়ার ডাল”গানটি নেওয়া হয়েছে কামাল আহমেদ ও সহশিল্পীদের গাওয়া দ্বৈত কন্ঠে গানের অডিও এ্যালবাম “নীল সমুদ্র” হতে। এই এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১৪ (চৌদ্দ)টি গান রয়েছে। কামাল আহমেদের মোট তার ১৯টি গানের এ্যালবাম প্রকাশিত হয়েছে।

কামাল আহমেদ বলেন, ‘গান আমর প্রাণ। সবার শুভকামনা চাই, চাই সংগীত - ভরা জীবনের সুন্দর একটা জয়। কারণ; সংগীত সুন্দরের কথা বলে’