নতুন চামড়ায় কর্মচাঞ্চল্য সাভার ট্যানারি পল্লীতে

নতুন চামড়ায় কর্মচঞ্চল্যতা ফিরতে শুরু করেছে বিসিক চামড়া শিল্প নগরী সাভারের ট্যানারি পল্লীতে। বিদেশি ক্রেতা অভাব ও মজুদ মাল শেষ না হওয়া এবং ব্যাংক ঋণের তলানিতে রয়েছে একাধিক ট্যানারি মালিক পক্ষ। আগের হিসাব-নিকাশ আর করোনা মহামারীতে ট্যানারির স্থবির চিত্র ছিল দীর্ঘদিন। তবে ঈদের শেষে মিলেছে কাঁচা চামড়া সংশিষ্ঠ ফড়িয়া, বেপারি, আড়তদার, ট্যানারি মালিক ও শ্রমিকদের কর্মচঞ্চল্যতা।

গতকাল সকালে সাভারের আমিন বাজার ও হরিণধরায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে কাঁচা চমড়া সংগ্রহ, লবণযুক্তকরণ ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ট্যানারি মালিক, শ্রমিক ,আড়তদার ও বেপারিদের।

এদিকে সাভার আমিন বাজারের কাঁচা চামড়ার হাট ঘুরে দেখা যায় হাজার হাজার চামড়া মজুদ করছে বেপারীরা। রাজধানী ও তার আশপাশের এলাকা থেকেই ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন তারা। আকার ও আয়তন এবং চামড়া গুণগত মানের ভিত্তিতে ৩শ’ থেকে ১ হাজার টাকার ক্রয় করছে আড়তদার বেপারী ও ট্যানারি মালিকরা। তবে এবারও মৌসুমি ব্যবসায়ীরা চমড়ার দাম নিয়ে কিছুটা হতাশ।

ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমি ব্যবসায়ী হবি মিয়া জানান, ঢাকার সাভারের চামড়া বিক্রি করতে আসেন তিনি। সেখানে চামড়া ভেদে ৪শ’ থেকে ৮শ’ টাকা দরে বিক্রি করেছেন। তবে লোকসান না হলেও মজুদ করে রাখা চমড়ার দাম নিয়ে এক উৎকণ্ঠার কথা প্রকাশ করেন।

আমিন বাজারের কাঁচা চামড়ার হাটের বেপারী আসলাম জানান, বিভিন্ন অঞ্চল থেকে চামড়া আসে আমিন বাজার হাটে। সেখান থেকে তিনি কাঁচা চামড়া পিসপ্রতি আকার আয়তন ভেদে ৫শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে ক্রয় করেন। এবার তিনি এখন পর্যন্ত ৪ হাজার কাঁচা চামড়া সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

অন্য বেপারী নূর ইসলাম জানান, সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশুর চামড়া আসে এই হাটে। বাজার দর ও চামড়ার গুণগত মানের ভিত্তিতেই কাঁচা চামড়ার দাম নির্ধারিত করেন তারা বলে জানান তিনি। এদিকে আজমেরী ট্যানারি মালিক শহীদুল ইসলাম জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে কোরবানির সংখ্যা কম হয়েছে। তবে চামড়ার চাহিদা এবার অনেক অংশেই বেশি। এবার ঈদে প্রায় অর্ধ লাখ চামড়ার চাহিদা রয়েছে তার ট্যানারিতে বলে জানান তিনি।

অন্যদিকে রিয়ালেন্স ট্যানারি লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক শাহ জাহান মিয়া জানান, ২/৩ দিনের মধ্যেই ঢাকার বাইরের লবণযুক্ত সংগ্রহকৃত চামড়া রাজধানীর বিভিন্ন হাট ও আড়তে প্রবেশ করবে। এরপর ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধিরা সেখান থেকে সরকারের নির্ধারিত দামেই চামড়া সংগ্রহ করবেন বলে জানান তিনি।

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ৮ শ্রাবন ১৪২৮ ১২ জিলহজ ১৪৪২

নতুন চামড়ায় কর্মচাঞ্চল্য সাভার ট্যানারি পল্লীতে

প্রতিনিধি, সাভার (ঢাকা)

image

নতুন চামড়ায় কর্মচঞ্চল্যতা ফিরতে শুরু করেছে বিসিক চামড়া শিল্প নগরী সাভারের ট্যানারি পল্লীতে। বিদেশি ক্রেতা অভাব ও মজুদ মাল শেষ না হওয়া এবং ব্যাংক ঋণের তলানিতে রয়েছে একাধিক ট্যানারি মালিক পক্ষ। আগের হিসাব-নিকাশ আর করোনা মহামারীতে ট্যানারির স্থবির চিত্র ছিল দীর্ঘদিন। তবে ঈদের শেষে মিলেছে কাঁচা চামড়া সংশিষ্ঠ ফড়িয়া, বেপারি, আড়তদার, ট্যানারি মালিক ও শ্রমিকদের কর্মচঞ্চল্যতা।

গতকাল সকালে সাভারের আমিন বাজার ও হরিণধরায় অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে কাঁচা চমড়া সংগ্রহ, লবণযুক্তকরণ ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ট্যানারি মালিক, শ্রমিক ,আড়তদার ও বেপারিদের।

এদিকে সাভার আমিন বাজারের কাঁচা চামড়ার হাট ঘুরে দেখা যায় হাজার হাজার চামড়া মজুদ করছে বেপারীরা। রাজধানী ও তার আশপাশের এলাকা থেকেই ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের থেকে কাঁচা চামড়া সংগ্রহ করেন তারা। আকার ও আয়তন এবং চামড়া গুণগত মানের ভিত্তিতে ৩শ’ থেকে ১ হাজার টাকার ক্রয় করছে আড়তদার বেপারী ও ট্যানারি মালিকরা। তবে এবারও মৌসুমি ব্যবসায়ীরা চমড়ার দাম নিয়ে কিছুটা হতাশ।

ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমি ব্যবসায়ী হবি মিয়া জানান, ঢাকার সাভারের চামড়া বিক্রি করতে আসেন তিনি। সেখানে চামড়া ভেদে ৪শ’ থেকে ৮শ’ টাকা দরে বিক্রি করেছেন। তবে লোকসান না হলেও মজুদ করে রাখা চমড়ার দাম নিয়ে এক উৎকণ্ঠার কথা প্রকাশ করেন।

আমিন বাজারের কাঁচা চামড়ার হাটের বেপারী আসলাম জানান, বিভিন্ন অঞ্চল থেকে চামড়া আসে আমিন বাজার হাটে। সেখান থেকে তিনি কাঁচা চামড়া পিসপ্রতি আকার আয়তন ভেদে ৫শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে ক্রয় করেন। এবার তিনি এখন পর্যন্ত ৪ হাজার কাঁচা চামড়া সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

অন্য বেপারী নূর ইসলাম জানান, সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশুর চামড়া আসে এই হাটে। বাজার দর ও চামড়ার গুণগত মানের ভিত্তিতেই কাঁচা চামড়ার দাম নির্ধারিত করেন তারা বলে জানান তিনি। এদিকে আজমেরী ট্যানারি মালিক শহীদুল ইসলাম জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে কোরবানির সংখ্যা কম হয়েছে। তবে চামড়ার চাহিদা এবার অনেক অংশেই বেশি। এবার ঈদে প্রায় অর্ধ লাখ চামড়ার চাহিদা রয়েছে তার ট্যানারিতে বলে জানান তিনি।

অন্যদিকে রিয়ালেন্স ট্যানারি লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক শাহ জাহান মিয়া জানান, ২/৩ দিনের মধ্যেই ঢাকার বাইরের লবণযুক্ত সংগ্রহকৃত চামড়া রাজধানীর বিভিন্ন হাট ও আড়তে প্রবেশ করবে। এরপর ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধিরা সেখান থেকে সরকারের নির্ধারিত দামেই চামড়া সংগ্রহ করবেন বলে জানান তিনি।