৭ জেলায় করোনায় মৃত্যু ৪২ শনাক্ত ৬০০

বগুড়ায় মৃত্যু ২৬ শনাক্ত ১৪৪

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গে ১৮ জন মারা গেছেন। গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র(৭০), সদরের সরদার রহমতুল্লাহ(৮৩), শেরপুরের জাহানারা(৭৩), গাবতলীর সামেদ আলী(৯৫), শেরপুরের চাঁন মিয়া(৪৫) এবং সদরের সেলিনা(৬৯)। এছাড়া সিরাজগঞ্জ ও নাটোরে ১ জন করে মারা যায়।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এদের মধ্যে সদরের ১০০, সোনাতলার ১৪, গাবতলীর ১৩, দুপচাঁচিয়ার ১০, শাজাহানপুরে ৩ এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে। এছাড়া একই সময়ে ১৩৬ জন সুস্থ হয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

১, আক্রান্ত ৮৪

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার তাড়াশে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছে। এছাড়াও সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৯৮ জনের।

আক্রান্তের হার ৪১ দশমিক ৪২ ভাগ। জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। শনিবার নতুন করে ১৪ করোনা রোগী ভর্তি করা হয়। তাছাড়াও ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় জানান ।

বেলাবতে মৃত্যু

১, আক্রান্ত ১১

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এ নিয়ে উপজেলায় মোট মৃতু্যু হয়েছে ৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ২৮৯ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্য মতে গত ৭ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১২০ জন। সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে উপজেলার পাটুলী ইউনিয়নের বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমীর হোসেন বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, ঢাকায় মৃত্যুবরণ করেন। বর্তমানে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও সঙ্কটাপন্ন। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৫ হাজার ৯ শত ১৫ জন। সর্বনিম্ন আক্রান্তের তালিকায় বেলাব উপজেলা থাকলেও বর্তমানে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত তিনদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৬ গুণ বেশি। ১৩ জুলাই থেকে ২৩ জুলাই এই ১০ দিনে আক্রান্ত শতাধিক। বাজারে যে ভিড় আর বাড়ি ফেরার প্রতিযোগিতায় মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা করা দেখে এটা স্পষ্ট অনুমেয় যে আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি।

রাজশাহীতে মৃত্যু

১১, শনাক্ত ১৯৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীতে করোনা ইউনিটে গতকাল ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ও করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭২ জন। তাদের নতুন সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা মুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৫৩ জন।

হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগেরদিনের চেয়ে প্রায় দিগুণ বেড়ে করোনা শনাক্তের হার ৬৫ শতাংশ। এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগে গত বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গত শুক্রবার রাতে করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকুন্দিয়ার ৫৩ বছরের এক পুরুষ রোগী। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৩ জন। এছাড়া ৩১৫টি নমুনা পরীক্ষায় নতুন ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরেই ৮১ জন। বাকিরা অন্যান্য উপজেলার। আর সুস্থ হয়েছেন ৩৫ জন, যার ৩৪ জন সদরের আর একজন মিঠামইনের। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন এক হাজার ৮১৫ জন।

নেত্রকোনায় মৃত্যু

২, শনাক্ত ২৭

প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় নতুন করে ২৪ ঘণ্টায় ২৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। ময়মনসিংহ ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষার মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে। শনাক্তদের ১২ জন পুরুষ ও ১৫ জন নারী। এছাড়া জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি নিবাসী ৬৫ বছর বয়সের পুরুষ ও বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার নিবাসী ৬৫ বছর বয়সের পুরুষ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৫ জন।

গাইবান্ধায় শনাক্ত ২৪

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ৭৫ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় ২১, পলাশবাড়িতে ৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩১ জন। আইসোলেশনে আছে ১ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রবিবার, ২৫ জুলাই ২০২১ , ৯ শ্রাবন ১৪২৮ ১৩ জিলহজ ১৪৪২

৭ জেলায় করোনায় মৃত্যু ৪২ শনাক্ত ৬০০

বগুড়ায় মৃত্যু ২৬ শনাক্ত ১৪৪

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গে ১৮ জন মারা গেছেন। গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র(৭০), সদরের সরদার রহমতুল্লাহ(৮৩), শেরপুরের জাহানারা(৭৩), গাবতলীর সামেদ আলী(৯৫), শেরপুরের চাঁন মিয়া(৪৫) এবং সদরের সেলিনা(৬৯)। এছাড়া সিরাজগঞ্জ ও নাটোরে ১ জন করে মারা যায়।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। এদের মধ্যে সদরের ১০০, সোনাতলার ১৪, গাবতলীর ১৩, দুপচাঁচিয়ার ১০, শাজাহানপুরে ৩ এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে। এছাড়া একই সময়ে ১৩৬ জন সুস্থ হয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

১, আক্রান্ত ৮৪

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার তাড়াশে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছে। এছাড়াও সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৯৮ জনের।

আক্রান্তের হার ৪১ দশমিক ৪২ ভাগ। জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। শনিবার নতুন করে ১৪ করোনা রোগী ভর্তি করা হয়। তাছাড়াও ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় জানান ।

বেলাবতে মৃত্যু

১, আক্রান্ত ১১

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাবতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। এ নিয়ে উপজেলায় মোট মৃতু্যু হয়েছে ৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ২৮৯ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্য মতে গত ৭ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১২০ জন। সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে উপজেলার পাটুলী ইউনিয়নের বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমীর হোসেন বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, ঢাকায় মৃত্যুবরণ করেন। বর্তমানে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও সঙ্কটাপন্ন। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৫ হাজার ৯ শত ১৫ জন। সর্বনিম্ন আক্রান্তের তালিকায় বেলাব উপজেলা থাকলেও বর্তমানে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত তিনদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৬ গুণ বেশি। ১৩ জুলাই থেকে ২৩ জুলাই এই ১০ দিনে আক্রান্ত শতাধিক। বাজারে যে ভিড় আর বাড়ি ফেরার প্রতিযোগিতায় মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা করা দেখে এটা স্পষ্ট অনুমেয় যে আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি।

রাজশাহীতে মৃত্যু

১১, শনাক্ত ১৯৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীতে করোনা ইউনিটে গতকাল ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতজন ও করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে ১৯৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭২ জন। তাদের নতুন সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা মুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৫৩ জন।

হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগেরদিনের চেয়ে প্রায় দিগুণ বেড়ে করোনা শনাক্তের হার ৬৫ শতাংশ। এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগে গত বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গত শুক্রবার রাতে করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাকুন্দিয়ার ৫৩ বছরের এক পুরুষ রোগী। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৩ জন। এছাড়া ৩১৫টি নমুনা পরীক্ষায় নতুন ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরেই ৮১ জন। বাকিরা অন্যান্য উপজেলার। আর সুস্থ হয়েছেন ৩৫ জন, যার ৩৪ জন সদরের আর একজন মিঠামইনের। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন এক হাজার ৮১৫ জন।

নেত্রকোনায় মৃত্যু

২, শনাক্ত ২৭

প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় নতুন করে ২৪ ঘণ্টায় ২৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। ময়মনসিংহ ল্যাবে ১০১টি নমুনা পরীক্ষার মধ্যে ৮ জন শনাক্ত হয়েছে। শনাক্তদের ১২ জন পুরুষ ও ১৫ জন নারী। এছাড়া জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি নিবাসী ৬৫ বছর বয়সের পুরুষ ও বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার নিবাসী ৬৫ বছর বয়সের পুরুষ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬৫ জন।

গাইবান্ধায় শনাক্ত ২৪

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ৭৫ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় ২১, পলাশবাড়িতে ৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩১ জন। আইসোলেশনে আছে ১ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।