পানিতে ভাসলো ‘কা-ারি-১৫’ টাগবোট

চট্টগ্রাম বন্দরের জন্য নির্মিত ‘কাণ্ডারি-১৫’ নামক একটি টাগবোট গত রোববার পানিতে ভাসানো হয়েছে। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত এ টাগবোট কর্ণফুলী নদীতে ভাসানোর মাধ্যমে এর নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাগবোটটি জাপানীয় অরিজিন ইয়ানমার ব্র্যান্ডের ২টি ১৩৭০ কিলোওয়াট পাওয়ারের ইঞ্জিন দ্বারা চালিত। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গত বছর মুজিববর্ষের শুরুতেই ৮০০০ টন ধারণ ক্ষমতার দেশে তৈরি সর্ববৃহৎ ৪টি মালবাহী জাহাজ ভারতে রপ্তানি করেছে। এর মধ্যদিয়ে জাহাজ নির্মাণ শিল্পে দেশের নাম বহির্বিশ্বে আরও প্রশংসিত হয়েছে।

ওয়েস্টার্ন মেরিনের আগে চট্টগ্রাম বন্দরকে বন্দর কার্যক্রমের জন্য মোট ৫টি জাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে ২টি টাগবোট, ১টি পাইলট ভেসেল, ১টি বর্জ্য সংগ্রহের ভেসেল এবং ১টি ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কার রয়েছে। এই টাগবোট নির্মাণের মধ্যদিয়ে ওয়েস্টার্ন মেরিন দেশের নৌ-খাত এবং ব্লু ইকোনমি কনসেপ্ট বাস্তবায়নে বিশেষ অবদান রাখছে।

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ , ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

পানিতে ভাসলো ‘কা-ারি-১৫’ টাগবোট

নিজস্ব বার্তা পরিবেশক

image

চট্টগ্রাম বন্দরের জন্য নির্মিত ‘কাণ্ডারি-১৫’ নামক একটি টাগবোট গত রোববার পানিতে ভাসানো হয়েছে। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত এ টাগবোট কর্ণফুলী নদীতে ভাসানোর মাধ্যমে এর নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাগবোটটি জাপানীয় অরিজিন ইয়ানমার ব্র্যান্ডের ২টি ১৩৭০ কিলোওয়াট পাওয়ারের ইঞ্জিন দ্বারা চালিত। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড গত বছর মুজিববর্ষের শুরুতেই ৮০০০ টন ধারণ ক্ষমতার দেশে তৈরি সর্ববৃহৎ ৪টি মালবাহী জাহাজ ভারতে রপ্তানি করেছে। এর মধ্যদিয়ে জাহাজ নির্মাণ শিল্পে দেশের নাম বহির্বিশ্বে আরও প্রশংসিত হয়েছে।

ওয়েস্টার্ন মেরিনের আগে চট্টগ্রাম বন্দরকে বন্দর কার্যক্রমের জন্য মোট ৫টি জাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে ২টি টাগবোট, ১টি পাইলট ভেসেল, ১টি বর্জ্য সংগ্রহের ভেসেল এবং ১টি ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কার রয়েছে। এই টাগবোট নির্মাণের মধ্যদিয়ে ওয়েস্টার্ন মেরিন দেশের নৌ-খাত এবং ব্লু ইকোনমি কনসেপ্ট বাস্তবায়নে বিশেষ অবদান রাখছে।