এনটিভিতে আজ দীপু হাজরা ‘পরাণের মানুষ’

আজ ঈদের ৭ম দিন রাত ১১টায় এনটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।

সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। বাপ এখন বেচে নেই।

মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোজে। তখনই আমরা জানতে পারি কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুঁজে পায় নিঃসন্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালীয়ভাবে কিরনের আসল বাবা

তাদের মেয়ের খোঁজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দ্যাখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে। ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ নাটক “পরাণের মানুষ” নাটকের গল্প। নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুঁটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ , ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

এনটিভিতে আজ দীপু হাজরা ‘পরাণের মানুষ’

বিনোদন প্রতিবেদক

image

আজ ঈদের ৭ম দিন রাত ১১টায় এনটিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।

সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরন। বাপ এখন বেচে নেই।

মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরন দেখতে একটু আলাদা। কিরনের সঙ্গে উমন নামের একটা ছেলের খুব ভাব আছে। উমন কাজ করে স্থানীয় এক আড়তে। উমন একদিন একটা অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরনের খোজে। তখনই আমরা জানতে পারি কিরন মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরনকে খুঁজে পায় নিঃসন্তান জেলে দম্পতি। তারপর থেকে কিরন এদের কাছেই বড় হয়। এতো বছর পর কাকতালীয়ভাবে কিরনের আসল বাবা

তাদের মেয়ের খোঁজ পান। কিরনকে সঙ্গে নিতে চান। কিরন যেতে চায় না। কিরন রিসর্টে এসে বাবার কাছ থাকে কয়েকটা দিন। উমন রোজ এসে কিরনের সঙ্গে দ্যাখা করে। বাবা কিরনকে বুঝাতে চেষ্টা করে। ঢাকায় নিয়ে কলেজে ভর্তি করাবে বলে। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ নাটক “পরাণের মানুষ” নাটকের গল্প। নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুঁটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।