দুইদিন পর উত্থানে শেয়ারবাজার

আগামী সপ্তাহে লেনদেনের সময় বৃদ্ধি, তবে কার্যদিবস কমছে

আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর করোনা সংক্রমণ কথা বিবেচনায় নিয়ে ও ব্যাংকের সঙ্গে সময়সূচি মিলিয়ে আগামী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেনের সময় বৃদ্ধি করা হয়েছে।

গতকাল ডিএসইএক্স সূচকটি ৩৭.৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৮.১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯৬.৪১ পয়েন্টে এবং দুই হাজার ৩২৩.৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০১ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২.৫৩ শতাংশের এবং ৩৫টির বা ৯.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১.৭০ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং লেনদেনের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, করোনা মহামারী বেড়ে যাওয়ায় আগামি সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাকি ৩ কার্যদিবস লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করা হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট (সোম, মঙ্গল ও বৃহস্পতিবার) শেয়ারবাজারে লেনদেন ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আর আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায়, স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন হবে না বলে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। তাই শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপর গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

এরপর ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার আলোকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়। যা ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়ে আসছে। তবে শেয়ারবাজারে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত লেনদেন হয়।

এছাড়া গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৭ লাখ ৮৪ হাজার ৩০টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের দিনের মতো গতকালও পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

গত মঙ্গলবার লেনদেন শেষে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পিপলস ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ১০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৭৫ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, বিকন ফার্মার ৮.০৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৭৫ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬.৭৫ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ৬.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতেলেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩২.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪৫.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৭০ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে হাইডেলবার্গ সিমেন্ট ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৪.১২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৩.৮০ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৩.৩৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.০৩ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৯৩ শতাংশ, সমতা লেদারের ২.৮১ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২.৭৮ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ২.৭৬ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

দুইদিন পর উত্থানে শেয়ারবাজার

আগামী সপ্তাহে লেনদেনের সময় বৃদ্ধি, তবে কার্যদিবস কমছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর করোনা সংক্রমণ কথা বিবেচনায় নিয়ে ও ব্যাংকের সঙ্গে সময়সূচি মিলিয়ে আগামী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেনের সময় বৃদ্ধি করা হয়েছে।

গতকাল ডিএসইএক্স সূচকটি ৩৭.৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৮.১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯৬.৪১ পয়েন্টে এবং দুই হাজার ৩২৩.৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০১ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২.৫৩ শতাংশের এবং ৩৫টির বা ৯.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১.৭০ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং লেনদেনের সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, করোনা মহামারী বেড়ে যাওয়ায় আগামি সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাকি ৩ কার্যদিবস লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করা হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট (সোম, মঙ্গল ও বৃহস্পতিবার) শেয়ারবাজারে লেনদেন ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আর আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায়, স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন হবে না বলে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। তাই শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপর গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

এরপর ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার আলোকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়। যা ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়ে আসছে। তবে শেয়ারবাজারে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত লেনদেন হয়।

এছাড়া গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৭ লাখ ৮৪ হাজার ৩০টি শেয়ার ৮০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের দিনের মতো গতকালও পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

গত মঙ্গলবার লেনদেন শেষে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে পিপলস ইন্স্যুরেন্স ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ১০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৫৮ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৭৫ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, বিকন ফার্মার ৮.০৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৭৫ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৬.৭৫ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ৬.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতেলেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩২.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪৫.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩২৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৭০ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে হাইডেলবার্গ সিমেন্ট ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৪.১২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৩.৮০ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৩.৩৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.০৩ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৯৩ শতাংশ, সমতা লেদারের ২.৮১ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২.৭৮ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ২.৭৬ শতাংশ কমেছে।