মুনাফা কমেছে রবির

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মুনাফা কমেছে। কোম্পানিটির এপ্রিল থেকে জুন ২০২১ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গতবছরের একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। অর্থাৎ গতবছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ৩ পয়সা।

গত মঙ্গলবার কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, বহুজাতিক এই কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৯ পয়সা। আর চলতি বছরের দুই প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে চলতি বছরের ছয় মাসে রবির ইপিএস এক পয়সা কমেছে। ১৬ পয়সার ইপিএসের মধ্যে প্রথম প্রান্তিকে রবির ইপিএস ছিল ৪ পয়সা আর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ১২ পয়সা। আর দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৪৫ পয়সা।

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

মুনাফা কমেছে রবির

অর্থনৈতিক বার্তা পরিবেশক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মুনাফা কমেছে। কোম্পানিটির এপ্রিল থেকে জুন ২০২১ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গতবছরের একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। অর্থাৎ গতবছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে ৩ পয়সা।

গত মঙ্গলবার কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, বহুজাতিক এই কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৯ পয়সা। আর চলতি বছরের দুই প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে চলতি বছরের ছয় মাসে রবির ইপিএস এক পয়সা কমেছে। ১৬ পয়সার ইপিএসের মধ্যে প্রথম প্রান্তিকে রবির ইপিএস ছিল ৪ পয়সা আর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল ১২ পয়সা। আর দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ১ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৪৫ পয়সা।