ব্র্যাক ব্যাংক সেরা এসএমই উদ্যোক্তা ৩ নারী

নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে, এসএমই খাতে ‘উদ্যোক্তা ১০১’ এর প্রথম ব্যাচের তিন বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল এক সংবাদ বিবৃতিতে বিজয়ীদের নাম প্রকাশ করে ব্র্যাক ব্যাংক। তারা হলেন- ফারহানা রহমান (স্বত্বাধিকারী, ডিভা’স ওয়ার্ল্ড), মিশা মাহজাবীন (সিইও, হেলদি বেঙ্গল) ও খালেদা সুলতানা (সিইও, জুটমার্ট)।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন বলেন, ‘পরিবর্তনের নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখা তরুণদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের আরও সমন্বয় তৈরি করতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে আমরা দেশের এসএমই, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের শীর্ষ অংশীদার হওয়ার প্রত্যাশা রাখি।’

‘উদ্যোক্তা ১০১’ ব্যাংকিং খাতে দেশের প্রথম এসএমই এক্সিলিটার প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গত এপ্রিল মাসে চালু হয় এই প্রোগ্রাম। কোর্স সম্পন্ন করার পরে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জমা দেয় আয়োজক ব্র্যাক ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। যেখান থেকে ১২ জন একটি চূড়ান্ত পিচ রাউন্ডে উত্তীর্ণ হন।

চূড়ান্ত পিচ রাউন্ডে শীর্ষস্থান অর্জনকারী ফারহানা রহমান প্রায় ছয় বছর আগে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ডিভা’স ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। এটি নারীদের সব ধরনের পণ্য ও আনুষঙ্গিক প্রসাধনীর একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম।

প্রথম রানার আপ, মিশা মাহজাবীন হেলদি বেঙ্গলের প্রতিষ্ঠাতা। এটি একটি স্টার্টআপ যা ‘প্রতিরোধমূলক স্বাস্থ্য’ বিষয়ে মানুষকে উৎসাহ দেয়। সচেতনতা তৈরির পাশাপাশি ‘হেলদি বেঙ্গল’ প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা সম্পর্কিত পণ্য ও সেবা সরবরাহ করে।

দ্বিতীয় রানার আপ খালেদা সুলতানা, জুটমার্ট অ্যান্ড ক্রাফটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে খালেদা কিছু দিন মলেক্যুলার জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১০ সালে তিনি তার বন্ধু, পরিবার ও আত্মীয়দের মাধ্যমে পাটভিত্তিক পণ্য অস্ট্রেলিয়াসহ ইউরোপে (ডেনমার্ক ও নরওয়ে)পাঠানো শুরু করেন। রপ্তানি ছাড়াও তার প্রতিষ্ঠান বর্তমানে স্থানীয় খুচরা ব্যবসায়ী, করপোরেট অনুষ্ঠান ও রপ্তানি এজেন্টদের জন্য পাটভিত্তিক পণ্য উৎপাদন করে।

উদ্যোক্তা ১০১-এর দ্বিতীয় ব্যাচের নিবন্ধন চলছে। যার শেষ তারিখ ৩০ জুলাই। আবেদনকারীরা এই লিঙ্ক ভিজিট করে ৩০ জুলাই পর্যন্ত নিজেদের নিবন্ধন করতে পারবেন- https://www.bracbank.com/uddokta_101/

শুক্রবার, ৩০ জুলাই ২০২১ , ১৪ শ্রাবন ১৪২৮ ১৮ জিলহজ ১৪৪২

ব্র্যাক ব্যাংক সেরা এসএমই উদ্যোক্তা ৩ নারী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে, এসএমই খাতে ‘উদ্যোক্তা ১০১’ এর প্রথম ব্যাচের তিন বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল এক সংবাদ বিবৃতিতে বিজয়ীদের নাম প্রকাশ করে ব্র্যাক ব্যাংক। তারা হলেন- ফারহানা রহমান (স্বত্বাধিকারী, ডিভা’স ওয়ার্ল্ড), মিশা মাহজাবীন (সিইও, হেলদি বেঙ্গল) ও খালেদা সুলতানা (সিইও, জুটমার্ট)।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন বলেন, ‘পরিবর্তনের নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখা তরুণদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের আরও সমন্বয় তৈরি করতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে আমরা দেশের এসএমই, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের শীর্ষ অংশীদার হওয়ার প্রত্যাশা রাখি।’

‘উদ্যোক্তা ১০১’ ব্যাংকিং খাতে দেশের প্রথম এসএমই এক্সিলিটার প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গত এপ্রিল মাসে চালু হয় এই প্রোগ্রাম। কোর্স সম্পন্ন করার পরে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জমা দেয় আয়োজক ব্র্যাক ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। যেখান থেকে ১২ জন একটি চূড়ান্ত পিচ রাউন্ডে উত্তীর্ণ হন।

চূড়ান্ত পিচ রাউন্ডে শীর্ষস্থান অর্জনকারী ফারহানা রহমান প্রায় ছয় বছর আগে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ডিভা’স ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। এটি নারীদের সব ধরনের পণ্য ও আনুষঙ্গিক প্রসাধনীর একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম।

প্রথম রানার আপ, মিশা মাহজাবীন হেলদি বেঙ্গলের প্রতিষ্ঠাতা। এটি একটি স্টার্টআপ যা ‘প্রতিরোধমূলক স্বাস্থ্য’ বিষয়ে মানুষকে উৎসাহ দেয়। সচেতনতা তৈরির পাশাপাশি ‘হেলদি বেঙ্গল’ প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা সম্পর্কিত পণ্য ও সেবা সরবরাহ করে।

দ্বিতীয় রানার আপ খালেদা সুলতানা, জুটমার্ট অ্যান্ড ক্রাফটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে খালেদা কিছু দিন মলেক্যুলার জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১০ সালে তিনি তার বন্ধু, পরিবার ও আত্মীয়দের মাধ্যমে পাটভিত্তিক পণ্য অস্ট্রেলিয়াসহ ইউরোপে (ডেনমার্ক ও নরওয়ে)পাঠানো শুরু করেন। রপ্তানি ছাড়াও তার প্রতিষ্ঠান বর্তমানে স্থানীয় খুচরা ব্যবসায়ী, করপোরেট অনুষ্ঠান ও রপ্তানি এজেন্টদের জন্য পাটভিত্তিক পণ্য উৎপাদন করে।

উদ্যোক্তা ১০১-এর দ্বিতীয় ব্যাচের নিবন্ধন চলছে। যার শেষ তারিখ ৩০ জুলাই। আবেদনকারীরা এই লিঙ্ক ভিজিট করে ৩০ জুলাই পর্যন্ত নিজেদের নিবন্ধন করতে পারবেন- https://www.bracbank.com/uddokta_101/