বাজারে রিয়েলমি নারজো ৩০, রিয়েলমি বুক স্লিম এবং দুটি এআইওটি

গত ২৮ আগস্ট এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে রিয়েলমি বাজারে এনেছে গেমিং পারফরমেন্স কিং রিয়েলমি নারজো ৩০ ও প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’। এছাড়াও রিয়েলমি প্রযুক্তি সচেতন তরুণদের জন্য দুইটি নতুন এআইওটি পণ্য- বাডস ওয়্যারলেস ২ নিও ও পকেট ব্লুটুথ স্পিকারও বাজারে এনেছে। মিডিয়াটেক হেলিও জি৯৫ গেমিং প্রসেসর এবং ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে সমৃদ্ধ ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের নারজো ৩০ স্মার্টফোন বাজারে পাওয়া যাবে রেসিং সিলভার ও রেসিং ব্লু এ দুটি কালারে। চমৎকার এ স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ১৯,৯৯০ টাকা। অনলাইন মার্কেটপ্লেস দারাজে নারজো ৩০ পাওয়া যাবে ৩১ আগস্ট বিকেল ৫টায় ১৮,৪৯০ টাকায়।

পাশাপাশি, এই প্রাইজ রেঞ্জের একমাত্র ২কে রেজ্যুলেশনের ডিসপ্লে, আল্ট্রা লাইট ফুল মেটাল বডি, ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি সমৃদ্ধ রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ নীল ও ধূসর এ দুটি রঙে বাজারে পাওয়া যাবে। এছাড়াও, এ ল্যাপটপের আরেকটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে (ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৮জিবি র‌্যাম ও ২৫৬ জিবি এসএসডি)। রিয়েলমি ফ্যানরা ইন্টেল কোর আই৩ প্রসেসর সমৃদ্ধ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ৫৫,৯৯৯ টাকায় এবং আই৫ প্রসেসর সমৃদ্ধ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ৬৫,৯৯৯ টাকায়। একইসাথে, নতুন এআইওটি পণ্য বাডস ওয়্যারলেস ২ নিও ও পকেট ব্লটুথ স্পিকার কেনা যাবে যথাক্রমে ১,৯৯৯ ও ১,৪৯৯ টাকায়।

স্টাইলিশ ভি ডিজাইনসহ শক্তিশালি প্রসেসর ও ফিচার সমৃদ্ধ নারজো ৩০ ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত গতির স্মুথ গেমিং অভিজ্ঞতা। গেমিং প্রসেসর থাকায় তরুণ গেমাররা এ ফোনে কল অব ডিউটি ও অ্যাসফাল্ট ৯ সহ যেকোনো প্রচলিত গেইম খেলতে পারবেন অনায়াসে। ৩০ ওয়াট ডার্ট চার্জিংসহ নারজো ৩০ তে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যেটি ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৬ মিনিটে। এ ফোনে আরও রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে, যার সাহায্যে ব্যবহারকারীরা চমৎকার স্ক্রলিং ও স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। অন্যদিকে, রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর। এতে রয়েছে ২কে ফুল ভিশন ডিসপ্লে ও ১৪.৯ মিলিমিটার সুপার স্লিম ডিজাইন। ৬৫ ওয়াট সুপার-ডার্ট চার্জারের সাহায্যে ব্যবহারকারীরা এ ল্যাপটপে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন। ল্যাপটপে রয়েছে ডুয়াল-ফ্যান স্টর্ম কুলিং সিস্টেম। সংবাদ বিজ্ঞপ্তি।.

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ , ১৫ ভাদ্র ১৪২৮ ২০ মহররম ১৪৪৩

বাজারে রিয়েলমি নারজো ৩০, রিয়েলমি বুক স্লিম এবং দুটি এআইওটি

image

গত ২৮ আগস্ট এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে রিয়েলমি বাজারে এনেছে গেমিং পারফরমেন্স কিং রিয়েলমি নারজো ৩০ ও প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’। এছাড়াও রিয়েলমি প্রযুক্তি সচেতন তরুণদের জন্য দুইটি নতুন এআইওটি পণ্য- বাডস ওয়্যারলেস ২ নিও ও পকেট ব্লুটুথ স্পিকারও বাজারে এনেছে। মিডিয়াটেক হেলিও জি৯৫ গেমিং প্রসেসর এবং ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে সমৃদ্ধ ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের নারজো ৩০ স্মার্টফোন বাজারে পাওয়া যাবে রেসিং সিলভার ও রেসিং ব্লু এ দুটি কালারে। চমৎকার এ স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ১৯,৯৯০ টাকা। অনলাইন মার্কেটপ্লেস দারাজে নারজো ৩০ পাওয়া যাবে ৩১ আগস্ট বিকেল ৫টায় ১৮,৪৯০ টাকায়।

পাশাপাশি, এই প্রাইজ রেঞ্জের একমাত্র ২কে রেজ্যুলেশনের ডিসপ্লে, আল্ট্রা লাইট ফুল মেটাল বডি, ইন্টেল কোর আই৫ প্রসেসর, ৮জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি সমৃদ্ধ রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ নীল ও ধূসর এ দুটি রঙে বাজারে পাওয়া যাবে। এছাড়াও, এ ল্যাপটপের আরেকটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে (ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৮জিবি র‌্যাম ও ২৫৬ জিবি এসএসডি)। রিয়েলমি ফ্যানরা ইন্টেল কোর আই৩ প্রসেসর সমৃদ্ধ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ৫৫,৯৯৯ টাকায় এবং আই৫ প্রসেসর সমৃদ্ধ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ৬৫,৯৯৯ টাকায়। একইসাথে, নতুন এআইওটি পণ্য বাডস ওয়্যারলেস ২ নিও ও পকেট ব্লটুথ স্পিকার কেনা যাবে যথাক্রমে ১,৯৯৯ ও ১,৪৯৯ টাকায়।

স্টাইলিশ ভি ডিজাইনসহ শক্তিশালি প্রসেসর ও ফিচার সমৃদ্ধ নারজো ৩০ ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত গতির স্মুথ গেমিং অভিজ্ঞতা। গেমিং প্রসেসর থাকায় তরুণ গেমাররা এ ফোনে কল অব ডিউটি ও অ্যাসফাল্ট ৯ সহ যেকোনো প্রচলিত গেইম খেলতে পারবেন অনায়াসে। ৩০ ওয়াট ডার্ট চার্জিংসহ নারজো ৩০ তে রয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যেটি ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৬ মিনিটে। এ ফোনে আরও রয়েছে ৯০ হার্টজ ফুল এইচডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে, যার সাহায্যে ব্যবহারকারীরা চমৎকার স্ক্রলিং ও স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। অন্যদিকে, রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন ইনটেল কোর প্রসেসর। এতে রয়েছে ২কে ফুল ভিশন ডিসপ্লে ও ১৪.৯ মিলিমিটার সুপার স্লিম ডিজাইন। ৬৫ ওয়াট সুপার-ডার্ট চার্জারের সাহায্যে ব্যবহারকারীরা এ ল্যাপটপে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করতে পারবেন। ল্যাপটপে রয়েছে ডুয়াল-ফ্যান স্টর্ম কুলিং সিস্টেম। সংবাদ বিজ্ঞপ্তি।.