বড় পতন শেয়ারবাজারে কমেছে সূচক, লেনদেন ও দর

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৯১.৮০ পয়েন্টে। এদিন ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে এক হাজার ৫৬৬.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৫.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গতকাল ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টির বা ২৮.১৯ শতাংশের, দর কমেছে ২৪৪টির বা ৬৮.৮৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৯২ শতাংশের দর।

এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭৭.৩৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ২১৪টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ।

গতকাল ডিএসই’র ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৬৩টি শেয়ার ৯৫ বার হাত বদলের মাধ্যমে ৫৮ কোটি ৯৩ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার আল আরাফাহ ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৪টির বা ৬৪.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইর টপটেন লুজার তালিকায় ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর দখলে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রয়েছে। বাকি দুইটি বা ২০ শতাংশ রয়েছে পেপার খাতের দখলে।

লুজারের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের দিন ফান্ডটির ইউনিট দর ছিল ৭ টাকায় গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৩০ টাকায়। অর্থাৎ এই ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

টপটেন লুজার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭২ শতাংশ, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.৫৭ শতাংশ কমেছে।

এ ছাড়া টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য দুই কোম্পানির মধ্যে পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ১০৬টির বা ২৮.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস বিডি অটোকার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭০.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৭.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি অটোকার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৯.৮৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৯.৭৮ শতাংশ, ইউনিক হোটেলের ৮.৯১ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮.৯০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৮.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৮.২১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.০৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.০২ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৬.৩৪ শতাংশ বেড়েছে।

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

বড় পতন শেয়ারবাজারে কমেছে সূচক, লেনদেন ও দর

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরে শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৯১.৮০ পয়েন্টে। এদিন ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে এক হাজার ৫৬৬.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৫.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গতকাল ২ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টির বা ২৮.১৯ শতাংশের, দর কমেছে ২৪৪টির বা ৬৮.৮৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৬.৯২ শতাংশের দর।

এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭৭.৩৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ২১৪টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ।

গতকাল ডিএসই’র ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৬৩টি শেয়ার ৯৫ বার হাত বদলের মাধ্যমে ৫৮ কোটি ৯৩ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার আল আরাফাহ ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৪টির বা ৬৪.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইর টপটেন লুজার তালিকায় ৮০ শতাংশই মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলোর দখলে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় ১০টি কোম্পানির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রয়েছে। বাকি দুইটি বা ২০ শতাংশ রয়েছে পেপার খাতের দখলে।

লুজারের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগের দিন ফান্ডটির ইউনিট দর ছিল ৭ টাকায় গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৩০ টাকায়। অর্থাৎ এই ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

টপটেন লুজার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭২ শতাংশ, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৪৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.৫৭ শতাংশ কমেছে।

এ ছাড়া টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য দুই কোম্পানির মধ্যে পেপার প্রসেসিংয়ের ৮.৭৪ শতাংশ ও মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ১০৬টির বা ২৮.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, আগের কার্যদিবস বিডি অটোকার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭০.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৭.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি অটোকার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৯.৮৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৯.৭৮ শতাংশ, ইউনিক হোটেলের ৮.৯১ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮.৯০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৮.৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৮.২১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.০৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.০২ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৬.৩৪ শতাংশ বেড়েছে।