বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

অটোমেটেড চালান (এ-চালান) সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকগণ ব্যাংক এশিয়ার সব শাখা, উপশাখা, ইসলামিক উইন্ডো ও এজেন্ট আউটলেট হতে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে যাবতীয় ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য ট্রেজারি ফি সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফারকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

image

অটোমেটেড চালান (এ-চালান) সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকগণ ব্যাংক এশিয়ার সব শাখা, উপশাখা, ইসলামিক উইন্ডো ও এজেন্ট আউটলেট হতে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে যাবতীয় ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য ট্রেজারি ফি সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফারকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।