মহাদেবপুরে ভেজাল পশুখাদ্যে মোবাইল কোর্টের অভিযান

দৈনিক সংবাদে খবর প্রকাশের পর নওগাঁর মহাদেবপুরে অবশেষে ভেজাল পশুখাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম রবিন। উপজেলা মৎস্য অফিস ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পঁচা রাইস ব্রানের সঙ্গে আটা মিশিয়ে ভেজাল মাছের খাবার ও পশুখাদ্য তৈরির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারায় উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের উত্তরে অপু ট্রেডার্সের মালিক পরিমল কুমারের ৫ হাজার টাকা, মামা ভাগ্না ট্রেডার্সের মালিক রুবেল হোসেনের ২ হাজার টাকা ও দুই ভাই ট্রেডার্সের মালিক লিটন কুমার মন্ডলের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

খবর প্রকাশের পর

মহাদেবপুরে ভেজাল পশুখাদ্যে মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

দৈনিক সংবাদে খবর প্রকাশের পর নওগাঁর মহাদেবপুরে অবশেষে ভেজাল পশুখাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম রবিন। উপজেলা মৎস্য অফিস ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পঁচা রাইস ব্রানের সঙ্গে আটা মিশিয়ে ভেজাল মাছের খাবার ও পশুখাদ্য তৈরির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারায় উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের উত্তরে অপু ট্রেডার্সের মালিক পরিমল কুমারের ৫ হাজার টাকা, মামা ভাগ্না ট্রেডার্সের মালিক রুবেল হোসেনের ২ হাজার টাকা ও দুই ভাই ট্রেডার্সের মালিক লিটন কুমার মন্ডলের ১ হাজার টাকা জরিমানা করা হয়।