নান্দাইলে ৭ দিনে বৃদ্ধের হত্যা রহস্য উন্মোচন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গত ২২ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত(৭৫) বৃদ্ধকে গলাকেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখার পর ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেইসাথে ক্লুলেস এই খুনের ঘটনাটি থানা পুলিশের পাশাপাশি ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের নাম পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। সেইসাথে পিবিআই তদন্তে নেমে ঘটনার ৬দিন পর হত্যারহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। ওই নির্মম হত্যাকা›েডর শিকার বৃদ্ধ ফজলুল হক নরসিংদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাতেহারা মহল্লার বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা পিবিআই’র পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস সংগীয় কর্মকর্তাদের নিয়ে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীর সামনে অজ্ঞাত লাশ উদ্ধারের পর তাঁর পরিচয় সনাক্ত ও অভিযুক্ত হত্যাকারী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবুল হাসানকে কিভাবে গ্রেপ্তার করা হলো সে সম্পর্কে বিস্তারিত জানান। এসময় ময়মনসিংহ পিবিআই’র পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধারের পর ময়মনসিংহ পিবিআই মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর নাম পরিচয় সনাক্ত করে নিহত ফজলুল হকের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে গত ২২ সেপ্টেম্বর তিনি তাঁর বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে পিবিআই ওই বৃদ্ধকে হত্যার সম্ভাব্য কারণ ও সন্দেহ ভাজনদের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে গত সোমবার (২৭ সেপ্টম্বর) রাতে আবুল হাসান (২৫) নামের এক ব্যক্তিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ময়মনসংিহে নিয়ে আসে। পরে পিবিআই’র জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবুল হাসান ওই বৃদ্ধকে হত্যার কথা স্বীকার করেন। পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আরো বলেন,‘গ্রেফতারকৃত আবুল হাসান নরসিংদী পৌরসভার কাতেহারা এলাকায় নিহত ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন। পরবর্তীতে ওই বৃদ্ধের কাছ থেকে নগদ টাকা লুট করার পরিকল্পনা করে তাঁকে নিজের (আবুল হাসান) বাড়িতে বেড়ানোর প্রস্তাব দেয় আবুল হাসান। ঘাতকের কথামত গত বুধবার (২২ সেপ্টেম্বর)ফজলুল হককে নান্দাইলের কামালপুর গ্রামে নিয়ে আসে আবুল হাসান। পরদিন ভোরে কামালপুর গ্রামের একটি ধানক্ষেতে ফজলুল হকের লাশ পড়ে থাককে দেখে এলাকাবাসী পুলিশে খবর পাঠায়।’

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

নান্দাইলে ৭ দিনে বৃদ্ধের হত্যা রহস্য উন্মোচন

সংবাদদাতা, নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গত ২২ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত(৭৫) বৃদ্ধকে গলাকেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখার পর ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেইসাথে ক্লুলেস এই খুনের ঘটনাটি থানা পুলিশের পাশাপাশি ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের নাম পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। সেইসাথে পিবিআই তদন্তে নেমে ঘটনার ৬দিন পর হত্যারহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। ওই নির্মম হত্যাকা›েডর শিকার বৃদ্ধ ফজলুল হক নরসিংদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাতেহারা মহল্লার বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা পিবিআই’র পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস সংগীয় কর্মকর্তাদের নিয়ে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীর সামনে অজ্ঞাত লাশ উদ্ধারের পর তাঁর পরিচয় সনাক্ত ও অভিযুক্ত হত্যাকারী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবুল হাসানকে কিভাবে গ্রেপ্তার করা হলো সে সম্পর্কে বিস্তারিত জানান। এসময় ময়মনসিংহ পিবিআই’র পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধারের পর ময়মনসিংহ পিবিআই মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর নাম পরিচয় সনাক্ত করে নিহত ফজলুল হকের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে গত ২২ সেপ্টেম্বর তিনি তাঁর বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে পিবিআই ওই বৃদ্ধকে হত্যার সম্ভাব্য কারণ ও সন্দেহ ভাজনদের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে গত সোমবার (২৭ সেপ্টম্বর) রাতে আবুল হাসান (২৫) নামের এক ব্যক্তিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ময়মনসংিহে নিয়ে আসে। পরে পিবিআই’র জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবুল হাসান ওই বৃদ্ধকে হত্যার কথা স্বীকার করেন। পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আরো বলেন,‘গ্রেফতারকৃত আবুল হাসান নরসিংদী পৌরসভার কাতেহারা এলাকায় নিহত ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন। পরবর্তীতে ওই বৃদ্ধের কাছ থেকে নগদ টাকা লুট করার পরিকল্পনা করে তাঁকে নিজের (আবুল হাসান) বাড়িতে বেড়ানোর প্রস্তাব দেয় আবুল হাসান। ঘাতকের কথামত গত বুধবার (২২ সেপ্টেম্বর)ফজলুল হককে নান্দাইলের কামালপুর গ্রামে নিয়ে আসে আবুল হাসান। পরদিন ভোরে কামালপুর গ্রামের একটি ধানক্ষেতে ফজলুল হকের লাশ পড়ে থাককে দেখে এলাকাবাসী পুলিশে খবর পাঠায়।’