দুই বন্ধুর তিন দশক

একজন আমিন আজাদ অন্যজন বিনয় ভদ্র। ভিন্ন ঘরানার চরিত্রে গেলো তিন দশক ধরে অভিনয় করে দু’জনই দর্শকের ভালোবাসায় নিজেদের সিক্ত করেছেন। আজ থেকে ত্রিশ বছর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আরণ্যকের আমিন আজাদ এবং নাট্যচক্রের বিনয় ভদ্র’র মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক আজ অবধি বহমান। বর্তমানে তারা দু’জন মীর সাব্বিরের রচনায় ‘বাকের খনি’ নাটকে কাজ করছেন, যা আরটিভিতে প্রচার হচ্ছে। নির্মাণ করছেন নজরুল ইসলাম রাজু।

দুই বন্ধুর একসঙ্গে পথচলা প্রসঙ্গে আমিন আজাদ বলেন, ‘বিনয় ভদ্র যেমন তার নাম, ঠিক তেমনি মানুষ সে। আমাদের মধ্যে এই বন্ধুত্ব আজীবন থাকবে। কারণ বন্ধু হিসেবে সে আমার প্রাণের বন্ধু।’ বিনয় ভদ্র বলেন, ‘মানুষ হিসেবে আমিন আজাদ অনন্য, অসাধারণ। ভীষণ ভালো মনের মানুষ। এই অঙ্গনে আমার সবচেয়ে প্রিয় মানুষ।’ মঞ্চে আমিনের প্রথম নাটক ‘নানকার পালা’। টিভিতে তার প্রথম নাটক ‘ইতিকথা’। প্রথম সিনেমা ‘রং নাম্বার’। অন্যদিকে মঞ্চে বিনয়ের প্রথম নাটক ‘চক সার্কেল’। টিভিতে তার প্রথম নাটক ‘আমি নই’। তার প্রথম সিনেমা ‘প্রাণের মানুষ’। দু’জন আবারো একসঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আমিন বর্তমানে ব্যস্ত ‘বাকের খনি’, ‘শান্তিমলম দশ টাকা’, ‘প্রিয়জন’, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে অভিনয় নিয়ে। অন্যদিকে বিনয় ব্যস্ত ‘বকুলপুর’, ‘জাদুনগর’, ‘বউ শ^াশুড়ি’, ‘বউ বিরোধ’, ‘জীবন সংসার’ ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে। আমিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘হৃদয়ের কথা’, ‘বাঁশি’, ‘সত্তা’, ‘লাভ ম্যারেজ’। বিনয় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘অন্তর্ধান’, ‘কমনজেন্ডার’, ‘এইতো প্রেম’, ‘দেশা দ্য লিডার’।

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ , ১৫ আশ্বিন ১৪২৮ ২১ সফর ১৪৪৩

দুই বন্ধুর তিন দশক

বিনোদন প্রতিবেদক

image

একজন আমিন আজাদ অন্যজন বিনয় ভদ্র। ভিন্ন ঘরানার চরিত্রে গেলো তিন দশক ধরে অভিনয় করে দু’জনই দর্শকের ভালোবাসায় নিজেদের সিক্ত করেছেন। আজ থেকে ত্রিশ বছর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আরণ্যকের আমিন আজাদ এবং নাট্যচক্রের বিনয় ভদ্র’র মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক আজ অবধি বহমান। বর্তমানে তারা দু’জন মীর সাব্বিরের রচনায় ‘বাকের খনি’ নাটকে কাজ করছেন, যা আরটিভিতে প্রচার হচ্ছে। নির্মাণ করছেন নজরুল ইসলাম রাজু।

দুই বন্ধুর একসঙ্গে পথচলা প্রসঙ্গে আমিন আজাদ বলেন, ‘বিনয় ভদ্র যেমন তার নাম, ঠিক তেমনি মানুষ সে। আমাদের মধ্যে এই বন্ধুত্ব আজীবন থাকবে। কারণ বন্ধু হিসেবে সে আমার প্রাণের বন্ধু।’ বিনয় ভদ্র বলেন, ‘মানুষ হিসেবে আমিন আজাদ অনন্য, অসাধারণ। ভীষণ ভালো মনের মানুষ। এই অঙ্গনে আমার সবচেয়ে প্রিয় মানুষ।’ মঞ্চে আমিনের প্রথম নাটক ‘নানকার পালা’। টিভিতে তার প্রথম নাটক ‘ইতিকথা’। প্রথম সিনেমা ‘রং নাম্বার’। অন্যদিকে মঞ্চে বিনয়ের প্রথম নাটক ‘চক সার্কেল’। টিভিতে তার প্রথম নাটক ‘আমি নই’। তার প্রথম সিনেমা ‘প্রাণের মানুষ’। দু’জন আবারো একসঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আমিন বর্তমানে ব্যস্ত ‘বাকের খনি’, ‘শান্তিমলম দশ টাকা’, ‘প্রিয়জন’, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে অভিনয় নিয়ে। অন্যদিকে বিনয় ব্যস্ত ‘বকুলপুর’, ‘জাদুনগর’, ‘বউ শ^াশুড়ি’, ‘বউ বিরোধ’, ‘জীবন সংসার’ ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে। আমিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘হৃদয়ের কথা’, ‘বাঁশি’, ‘সত্তা’, ‘লাভ ম্যারেজ’। বিনয় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘অন্তর্ধান’, ‘কমনজেন্ডার’, ‘এইতো প্রেম’, ‘দেশা দ্য লিডার’।